ছবি: সংগৃহীত
ঢাকা: ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অসাধারণ সাফল্য অর্জন করেছে। দেশের শিক্ষা ক্ষেত্রে এই অর্জন এক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
এ বছর ৬১টি প্রতিষ্ঠান থেকে মোট ১৮,৭১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩৭টি বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৭,১৫৬ জন, ১২টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে ৯৭১ জন এবং ১২টি ক্যাডেট কলেজ থেকে ৫৮৯ জন শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় উত্তীর্ণ হন ৬৮২৬ জন শিক্ষার্থী, যারা জিপিএ-৫ অর্জন করেছেন। গড় পাসের হার ৯৮.০৫% এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৩৬.৪৭%, যা জাতীয় পর্যায়ে অত্যন্ত স্বীকৃতিমূলক।
সাফল্যের মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজসমূহে বিদ্যমান শৃঙ্খলাপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় পরিচর্যা ও সুনিপুণ পাঠদান। এছাড়া শিক্ষার্থীদের অধ্যবসায়, নিয়মিত অধ্যয়ন ও সততা এই ফলাফলে বিশেষ অবদান রেখেছে।
সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানগুলোর সাফল্যে রয়েছে সেনাসদরের ধারাবাহিক দিক নির্দেশনা, কার্যকর অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নেতৃত্ব, নিবেদিতপ্রাণ অনুষদ সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা এবং অভিভাবকবৃন্দের আন্তরিক সহায়তা।
এই ধারাবাহিক কৃতিত্ব দেশের শিক্ষাক্ষেত্রে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব ও শিক্ষার মানকে আরও দৃঢ় করেছে।
এসএইচ







































