• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যেসব আসন বিশেষ টার্গেট করে তৎপরতা চালাচ্ছে জামায়াত 


কুমিল্লা প্রতিনিধি ডিসেম্বর ৮, ২০২৫, ০৩:১০ পিএম
যেসব আসন বিশেষ টার্গেট করে তৎপরতা চালাচ্ছে জামায়াত 

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লার ছয়টি গুরুত্বপূর্ণ আসনকে কেন্দ্র করে জোরালো মিশন পরিচালনা করছে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের সমন্বয়ে কয়েক মাস ধরেই নানা কর্মসূচি, সমাবেশ ও গণসংযোগে সরব দলটি। বিশেষ করে মানুষকে আকৃষ্ট করতে আয়োজন করা হচ্ছে প্রীতি সমাবেশ, ওয়াজ মাহফিল, কুরআন প্রতিযোগিতা, আলোচনা সভা, গজল–হামদ–নাত পরিবেশনসহ ধর্মীয়-সাংস্কৃতিক নানা অনুষ্ঠান। সাধারণ মানুষের ভোগান্তি ও স্থানীয় নানা সমস্যা নিয়েও সরাসরি মাঠে গিয়ে সাহায্য–সহযোগিতা দিচ্ছে তারা।

জামায়াত ইতোমধ্যে কুমিল্লার ১১টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে। গত চার মাসেরও বেশি সময় ধরে ঘোষিত প্রার্থীরা প্রত্যন্ত গ্রাম–পাড়া ঘুরে সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন। দলীয় সূত্র জানায়, কুমিল্লার ছয়টি আসনকে বিশেষ টার্গেট করে তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

মুরাদনগরে কুমিল্লা-৩ আসনে ইউসুফ হাকিম সোহেল, দেবিদ্বারে কুমিল্লা-৪ আসনে সাইফুল ইসলাম শহীদ, বুড়িচং-ব্রাহ্মণপাড়া কুমিল্লা-৫ আসনে ড. মোবারক হোসাইন, কুমিল্লা-৬ সদর আসনে কাজী দীন মোহাম্মদ, লাকসাম-মনোহরগঞ্জ কুমিল্লা-৯ আসনে ড. সৈয়দ সরওয়ার হোসেন এবং চৌদ্দগ্রাম কুমিল্লা-১১ আসনে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরকে বিজয়ী করতে মাঠে সরব নেতাকর্মীরা।

এসব আসনে প্রার্থীদের শক্ত অবস্থান নিশ্চিত করতে কেন্দ্রীয় নির্দেশনায় গঠিত সমন্বয় টিম কাজ করছে। পাশাপাশি ছাত্রশিবির, নারী সংগঠনসহ জামায়াতের সব অঙ্গ সংগঠন ঘরে ঘরে গিয়ে প্রচার চালাচ্ছে।

স্থানীয়দের অনেকে বলছেন, জামায়াতের প্রার্থীদের বক্তব্য, প্রতিশ্রুতি ও মানুষের সঙ্গে আচরণ ভোটারদের মধ্যে ইতিবাচক ভাব তৈরি করছে। বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বেও সুবিধা নেওয়ার চেষ্টা করছে দলটি। ফলে আসনগুলোতে তাদের ভোট ব্যাংক ধীরে ধীরে শক্ত হচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা।

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন, জেলার ১১টি আসনই আমাদের লক্ষ্য। তবে ছয়টি আসনে আমরা আরও শক্ত অবস্থান তৈরি করেছি। অন্য প্রার্থীরাও ভালো করছেন। সামনে আমরা জনগণের নিরাপত্তা ও প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করব।

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের মিডিয়াবিষয়ক সম্পাদক বেলাল হোসাইন বলেন, সব অঙ্গ সংগঠন মাঠে নেমেছে। কেন্দ্রীয় টিমও কাজ করছে। দেশের মানুষ পরিবর্তন চায়, অন্যায়ের বিরুদ্ধে রায় দিতে চায়। আমরা সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে কাজ করছি। আগামী নির্বাচনে বিজয় আশা করছি।

এসএইচ 

Wordbridge School
Link copied!