• ঢাকা
  • শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে সুখবর, অধ্যাদেশ চূড়ান্ত


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৮, ২০২৬, ০৫:৪৪ পিএম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে সুখবর, অধ্যাদেশ চূড়ান্ত

ফাইল ছবি

রাজধানীর সাত সরকারি কলেজকে কেন্দ্র করে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। এটি অনুমোদনের জন্য রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাদেশ চূড়ান্তকরণের পূর্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সকল প্রয়োজনীয় ধাপ সম্পন্ন করেছে। এতে রয়েছে মন্ত্রণালয় ও বিভাগের মতামত সংগ্রহ, ওয়েবসাইটে খসড়া প্রকাশ করে সর্বসাধারণের মতামত গ্রহণ, শিক্ষক ও শিক্ষার্থী, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা, বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অধ্যাদেশের খসড়া চূড়ান্তকরণের ক্ষেত্রে সকলের যৌক্তিক প্রত্যাশা প্রতিফলিত হয়েছে এবং উদ্বেগগুলো বিবেচনায় রাখা হয়েছে। লক্ষ্য ছিল স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার উপযোগী কাঠামো তৈরি করা।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ ধৈর্যশীল সহযোগিতা ও গঠনমূলক অংশগ্রহণের কারণে শিক্ষা মন্ত্রণালয় জটিল প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, অধ্যাদেশ অনুমোদনের প্রক্রিয়া চলাকালীন জনদুর্ভোগ সৃষ্টি বা স্বাভাবিক জীবন ব্যাহত করতে পারে এমন কোনো কর্মসূচি থেকে বিরত থাকার জন্য সকলকে আহ্বান জানানো হচ্ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দীর্ঘদিনের শ্রম ও অর্জনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

শিক্ষা মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, দীর্ঘদিনের ধৈর্য্য ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকলে দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এটি দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ তৈরি করবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!