• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মিয়া খলিফার চশমার দাম ৯ কোটি টাকার বেশি


নিউজ ডেস্ক আগস্ট ১৮, ২০২০, ১২:২৩ পিএম
মিয়া খলিফার চশমার দাম ৯ কোটি টাকার বেশি

ঢাকা : পর্ণ তারকা মিয়া খলিফা। গোপন বিনোদন দুনিয়ার জনপ্রিয় নাম তিনি। অবশ্য বর্তমানে নীল ছবির জগত থেকে বিদায় নিয়েছেন মিয়া খলিফা।  

অন্য পেশায় সাফল্যের পেছনে ছুটছেন তিনি। মাঝে বিয়ের ঘোষণাও দিয়েছিলেন। তবে করোনাভাইরাসের কারণে বিয়ে পিছিয়ে যায়। তবে প্রেমিকের সঙ্গে সুখেই সময় কাটাচ্ছেন বলে জানা গেছে। 

মিয়া খলিফা

মিয়া খলিফা নিয়মিত নীল ছবির জগতে কাজের সময় নিজের দেশ লেবাননের কট্টরপন্থীরা খুনের হুমকি দিয়েছিল তাকে। এমন অবস্থায় দেশটিতে প্রবেশাধিকারও হারান তিনি। কিন্তু মাতৃভূমির সংকটে তিনিই এগিয়ে এলেন সাহায্যের হাত বাড়িয়ে।

সম্প্রতি ভয়াবহ বিস্ফোরণে বিধ্বস্ত লেবানন। দেশের পাশে দাঁড়াতে অর্থসংগ্রহের মিশনে নেমেছিন মিয়া খলিফা। সেজন্য তিনি নিজের আলোচিত চশমা নিলামে তুলেছেন। এ থেকে সংগৃহীত অর্থ তিনি ত্রাণে তুলে দিতে চান।

এই সে চশমা

মিয়া খলিফা জানান, লেবাননের পাশে দাঁড়াতে তার চশমা নিলামে তুলছেন। সেটি বিক্রি করে যে অর্থ তিনি পাবেন, তা বিস্ফোরণ বিধ্বস্ত দেশের রেড ক্রসের ত্রাণ তহবিলে দান করবেন।

জানা গেছে, মিয়ার আলোচিত সেই চশমাটির মূল্য এখন পর্যন্ত এক লাখ ডলার উঠেছে। নিলামে তার চশমার দাম উঠেছে ১১লাখ  ৪০ হাজার ডলার। যা বাংলাদেশি টাকায় ৯ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৮০০ টাকা।
 
সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!