• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নতুন ভাবনায় সোহানা সাবা


বিনোদন প্রতিবেদক ফেব্রুয়ারি ১, ২০২১, ০৪:০৬ পিএম
নতুন ভাবনায় সোহানা সাবা

ঢাকা: ছোট ও বড়পর্দার অভিনেত্রী সোহানা সাবা। অভিনেত্রী কবরী পরিচালতি ‘আয়না’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর খেলাঘর, প্রিয়তমেষু, চন্দ্রগ্রহণ, বৃহন্নলা ও আব্বাস সিনেমা ছাড়াও অসংখ্যা নাটকে অভিনয় করেছেন তিনি। 

দেশের গণ্ডি ছাড়িয়ে সাবা অভিনয় করেছেন কলকাতার চলচ্চিত্রেও। অয়ন চক্রবর্তী পরিচালিত ‘ষড়রিপু’ চলচ্চিত্রে রহস্যময়ী চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় করতেই বেশি ভালোবাসেন এ মডেল। অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও মন দিয়েছেন এ অভিনেত্রী।

নতুন বছরে নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন সাবা। এরইমধ্যে বেশ কিছু কাজের পরিকল্পনা করেছেন তিনি। তবে এখনই তা জানাতে চান না। বর্তমানে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান খামারবাড়ি নিয়ে ব্যস্ত তিনি। নিজের প্রযোজান প্রতিষ্ঠান থেকে নতুন তিনটি ছবির প্রযোজনার পরিকল্পনা করেছেন তিনি। 
‘জয়িতা’ নির্মিত হচ্ছে ওটিটি প্লাটফর্মের জন্য। বাকি দুটি মুক্তি পাবে সিনেমা হলে। এরমধ্যে একটি নিজেই পরিচালনা করার কথা ভাবছেন সাবা। নতুন স্বাভাবিক অবস্থায় অচিরেই কাজ শুরু হবে জয়িতা’র।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!