• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকায় আসছে টম ক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’


বিনোদন ডেস্ক মে ২৫, ২০২২, ১২:৩০ পিএম
ঢাকায় আসছে টম ক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’

ঢাকা : তিন যুগ পর পর্দায় আসছে হলিউড সুপারস্টার টম ক্রুজের সাড়া জাগানো সিনেমা ‘টপ গান’-এর দ্বিতীয় কিস্তি। টম ক্রুজ ও ভ্যাল কিলমার অভিনীত যুদ্ধ ও প্রেমের সিনেমা ‘টপ গান’ মুক্তি পায় ১৯৮৬ সালে। মুক্তির পরপরই তখনকার সময়ে বক্স অফিসে ঝড় তোলা সিনেমাটি বিশ্বব্যাপী ৩৫ কোটি মার্কিন ডলার আয় করে।

এবারের সিনেমা ‘টপ গান: ম্যাভেরিক’। পরিচালনা করেছেন টম ক্রুজ অভিনীত অবলিভিয়ন সিনেমার পরিচালক জোসেফ কোসিনস্কি। সিনেমাটি প্রযোজনাও করেছেন টম। প্রথম কিস্তির প্রযোজক জেরি ব্রাকহেইমারও আছেন সঙ্গে।

আগামী ২৭ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে সিনেমাটি। একই দিন থেকে বাংলাদেশের দর্শকরা ছবিটি দেখতে পাবেন স্টার সিনেপ্লেক্সে। এরইমধ্যে স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইট এবং কাউন্টার থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে।

গত ১৮ মে কান উৎসবের ৭৫তম আসরে ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার উদ্বোধনী প্রদর্শনী হয়। সেখানে অংশ নিয়েছেন সিনেমার প্রধান অভিনেতা টম ক্রুজ। আগের সিনেমা শেষের ৩০ বছর পরের ঘটনা নিয়ে সাজানো হয়েছে ‘টপ গান: ম্যাভেরিক’।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!