• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ জুন, ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

মা হলেন পরীমনি


বিনোদন ডেস্ক আগস্ট ১০, ২০২২, ০৭:৩৫ পিএম
মা হলেন পরীমনি

ঢাকা: অবশেষে মা হলেন চিত্র নায়িকা পরীমনি। বুধবার (১০ আগস্ট) একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। রাজধানীর একটি হাসপাতালে তাদের পুত্র সন্তান হয়েছে বলে নিশ্চিত করেছেন শরিফুল রাজ। 
সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজ বলেন, ‘বাবা হয়েছি। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন। এই মুহূর্তের আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যারা বাবা-মা হয়, কেবল তারাই এটা বুঝবে।’

তিনি আরও যোগ করেন, ‘শেষ কটা দিন ওর সঙ্গে সবসময় ছিলাম আমি। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি আমরা। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে।’

পুত্র সন্তান হলে নাম হবে ‘রাজ্য’ এবং কন্যা হলে নাম রাখবেন ‘রাণী’-নিজের অনাগত সন্তানের নাম নিয়ে চলতি জানুয়ারিতেই এমন ঘোষণা দিয়েছিলেন পরী। ছেলে হচ্ছে নাকি মেয়ে, চিকিৎসাবিদ্যায় এটা আগেই জানার সুযোগ থাকলেও পরীমণি সেটা করেননি। তার ভাষ্য, নিজের জন্য এটা চমক হিসেবেই তিনি রাখতে চান। এবার তার ঘর আলোকিত করে আসলো পুত্রসন্তান।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School