• ঢাকা
  • বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০

‘মায়া’র জন্য দেশে আসছেন শাকিব খান


বিনোদন ডেস্ক আগস্ট ১৩, ২০২২, ০৮:২৯ পিএম
‘মায়া’র জন্য দেশে আসছেন শাকিব খান

ঢাকা: দীর্ঘ নয় মাস পর দেশে ফিরছেন চিত্রনায়ক শাকিব খান। জানা গেছে, আগামী ১৭ আগস্ট ঢাকা ফিরবেন তিনি। শাকিব জানিয়েছেন, ‘সবকিছু ঠিক থাকলে ১৭ আগস্ট দুপুর ১২টায় ঢাকায় ল্যান্ড করবো। এত লম্বা সময় কোথাও ছিলাম না। দারুণ এক ভালো লাগা কাজ করছে।’

ঢাকা ফিরে তিনি ‘মায়া’ সিনেমার কাজ শুরু করবেন বলে জানা যায়।

গত বছরের ১২ নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন দেশ সেরা এ চিত্রনায়ক। সেখানে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড প্রাপ্তি এবং নতুন সিনেমার ঘোষণাও দেন। 

৯ মাসের এই প্রবাস জীবনে শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ৪৩তম জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দেন তিনি। নায়িকা মার্কিন নবাগত অভিনেত্রী কোর্টনি কফি। 

সোনালীনিউজ/আইএ

Wordbridge School