• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অপারেশন সুন্দরবন ৩৫ সিনেমা হলে, বিউটি সার্কাস ১৯টিতে


বিনোদন প্রতিবেদক সেপ্টেম্বর ২৩, ২০২২, ০১:৩২ এএম
অপারেশন সুন্দরবন ৩৫ সিনেমা হলে, বিউটি সার্কাস ১৯টিতে

ঢাকা : দেশের ৩৫টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে র‌্যাবের পৃষ্ঠপোষকতায় নির্মিত সিনেমা অপারেশন সুন্দরবন। আর ১৯টিতে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানে নির্মিত সিনেমা বিউটি সার্কাস।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) মোট ৫৪টি সিনেমা হলে আসছে বহুল আলোচিত সিনেমা দুটি।

অপারেশন সুন্দরবন পরিবেশনার দায়িত্বে আছে শাপলা মিডিয়া; বিউটি সার্কাস পরিবেশন করছে অ্যাকশন কাট। দুটি সিনেমার পরিবেশক সংস্থা খবরটি নিশ্চিত করেছে।  

সুন্দরবনকে দস্যুমক্ত করার জন্য র‌্যাবের দুঃসাহসী অভিযানের ঘটনা নিয়েই নির্মিত হয়েছে ‘অপারেশন সুন্দরবন’। র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটির প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন।

সিনেমাটিতে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, মনোজ প্রামাণিক, দর্শনা বণিক, তাসকিন আহমেদ, রাইসুল ইসলাম আসাদসহ আরও অনেকে।

শাপলা মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে- ঢাকায় স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখা, ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিউচার পার্ক, শ্যামলী সিনেমা, মধুমিতা, চিত্রামহল, আনন্দ, সৈনিক ক্লাব, গীত সিনেমা, বি.ডি.আর (পিলখানা), কেরানীগঞ্জ লায়ন সিনেমাস, সাভার চন্দ্রিমা সিনেমা, সেনা অডিটোরিয়ামে (নবীনগর) সিনেমাটি দেখানো হবে।

ঢাকার বাইরে নারায়ণগঞ্জ সিনে স্কোপ, সিলেট গ্র্যান্ড সিনেপ্লেক্স, চট্টগ্রাম সিলভার স্ক্রীন, সিনেমা প্যালেস, সুগন্ধা সিনেমা, সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব, বগুড়ার মধুবন সিনেপ্লেক্স, কাচপুরের চাঁদমহল সিনেমা, নারায়ণগঞ্জের নিউমেট্রো সিনেমা, জয়দেবপুরের বর্ষা সিনেমা, শেরপুরের সত্যবতী, খুলনার শঙ্খ, লিবার্টি, ময়মনসিংহের ছায়াবাণী, রংপুরের শাপলা, বরিশালের অভিরুচি, যশোরের মণিহার ও কিশোরগঞ্জের আনন্দ হলে দেখা যাবে অপারেশন সুন্দরবন।

অন্যদিকে বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বসুন্ধরা গুঁড়া মশলা নিবেদিত সিনেমা বিউটি সার্কাস।  

প্রায় দুইশতাধিক নির্মাণসঙ্গী নিয়ে দুই হাজার গ্রামবাসীর উপস্থিতিতে নওগাঁর সাঁপাহার গ্রামে চিত্রায়িত হয় দেশের সার্কাস শিল্প ঘিরে নির্মিত প্রথম চলচ্চিত্র। সার্কাসের দলপতি হয়ে এক অদম্য নারীর টিকে থাকার লড়াই ও প্রতিশোধের গল্প এটি।

এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, গাজী রাকায়েত, হুমায়ুন সাধু প্রমুখ।

এই সিনেমা দিয়ে বড়পর্দায় নির্মাতা হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে মাহমুদ দিদারের।

অ্যাকশন কাট জানিয়েছে- ঢাকায় স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখা, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, কদমতলীর লায়ন সিনেমাস, সিলেটের গ্রান্ড সিলেট সিনেপ্লেক্স, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, বগুড়ার মম ইন, ময়মনসিংহের পূরবী, সিলেটের বিজিবি হল, নওগাঁর তাজ, খুলনার সংগীত, দিনাজপুরের মর্ডান সিনেমা, মুক্তারপুরের পান্না সিনেমা, কুলিয়ারচরের রাজ সিনেমা, মধুপুরের মাধবী, গুরুদাসপুরের আনন্দ সিনেপ্লেক্স, নাগরপুরের রাজিয়া সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!