• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘বুবলীর পেটে বাচ্চা, এটা নিয়ে তোমার মাথাব্যথা কেন’


বিনোদন ডেস্ক অক্টোবর ১, ২০২২, ১১:৫২ এএম
‘বুবলীর পেটে বাচ্চা, এটা নিয়ে তোমার মাথাব্যথা কেন’

ঢাকা: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলীর মা হওয়ার বিষয়ে জানতে চাইলে ক্ষেপে গেলেন বর্ষীয়াণ চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।

বুবলীর সন্তান প্রসঙ্গে এক ইউটিউবার প্রশ্ন করতেই ক্ষেপে গিয়ে ঝন্টু বলেন, ‘বুবলীর পেটে কার বাচ্চা এটা নিয়ে তোমাদের এত মাথাব্যথা কেন। তুমি কি ওকে ভালোবাসতা? তুমি কি ওকে বিয়ে করবা যে বাচ্চা হয়ে গেছে আমি জানতে চাই এবং তাকে ত্যাগ করব-এটা? তোমার এত মাথাব্যথা কেন, কেন তোমরা মানুষজনকে শোনাতে চাও?’

এই নির্মাতা পাল্টা প্রশ্ন করেন, ‘বুবলীর পেটে বাচ্চা, এটা নিয়ে তোমার মাথাব্যথা কেন, তাকে কি তুমি লালন-পালন করে বড় করেছ, নাকি তুমি তোমার শ্রম-মেধা তাকে নায়িকা বানাতে ব্যয় করেছ, তা তো না? কেন এটা নিয়ে তোমরা শুধু শুধু কনডেম করছ? দর্শকরা এগুলো শুনলে তো ওর ছবি দেখবে না। আমরা একটা ভালো নায়িকা থেকে বঞ্চিত হব।’

তিনি আরও যোগ করেন, ‘দর্শক নায়ক-নায়িকাদের স্বপ্নের মানুষ বলে মনে করে। এসব মনে করে বলে তারা নায়ক-নায়িকাদের সিনেমা দেখতে হলে যায়। এ স্ক্যান্ডালগুলো ছড়িয়ে পড়লে ওদের ইমেজের ক্ষতি হয়। ইমেজের ক্ষতি হলে দর্শক আর সিনেমা হলে যেতে চায় না। এ জন্য ওরা এগুলোকে গোপন করতে চায়। ওদের অ্যাঙ্গেল থেকে এটা ঠিক আছে।’

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!