• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এবার শাকিব ইস্যুতে সংবাদ সম্মেলন করবেন বুবলী


বিনোদন ডেস্ক নভেম্বর ২৪, ২০২২, ০২:৩১ পিএম
এবার শাকিব ইস্যুতে সংবাদ সম্মেলন করবেন বুবলী

ঢাকা: সম্প্রতি নতুন করে আলোচনায় উঠে এসেছে বুবলী-শাকিব খান-অপু বিশ্বাস ইস্যু। বিশেষ করে ডায়মন্ডের নাকফুল উপহারকে কেন্দ্র করে। একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বুবলী জানান, জন্মদিনে শাকিব খান তাকে ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন। সেই খবরটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস অনেকগুলো হাসির ইমোজি দিয়ে লিখেছিলেন ‌‘কী যে মজা’। তার জবাবে পাল্টা পোস্ট দিয়েছিলেন বুবলীও।

তবে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খান দাবি করেছেন, বুবলীর জন্মদিনে তিনি ডায়মন্ডের নাকফুল উপহার দেননি। এমনকি তিনি এও জানিয়েছেন, অপু বিশ্বাস ও বুবলী এখন তার জীবনে অতীত।

এ বিষয়ে জানতে চাইলে বুবলী বলেন, ‘এই মুহূর্তে আমি শুটিংয়ে আছি। এ বিষয়গুলো নিয়ে আর দেরি করবো না বা ঝুলিয়েও রাখবো না। দুই-এক দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে সব বিষয়ে খোলাসা করবো’।  

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!