• ঢাকা
  • শুক্রবার, ০১ ডিসেম্বর, ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০

জয় নিয়ে শেষ মুহূর্তে যা বললেন হিরো আলম


বগুড়া সংবাদদাতা ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৬:৩৭ পিএম
জয় নিয়ে শেষ মুহূর্তে যা বললেন হিরো আলম

বগুড়া: ভোট গণনা শেষ। আসছে একের পর এক কেন্দ্রের ফলাফল। শেষ মুহূর্তেও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। বলেছেন, নির্বাচনের পরিবেশ খুবই ভালো। কোথাও কোনো সমস্যা দেখিনি। বগুড়া সদরে একটু সমস্যা হয়েছে। সেটা নিয়ে পরে কথা বলব।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

নির্বাচন বয়কট করছেন- এমন গুজব শোনা যাচ্ছে জানালে তিনি বলেন, এটা গুজব। পুরোপুরি গুজব। নির্বাচন বয়কট করলে তো আপনাদেরকেই (সাংবাদিক) আগে জানাব।

আজ সকাল সাড়ে ৪টা থেকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এই দুই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরো আলম। হিরো আলমের বাড়ি বগুড়া সদরের এরুলিয়া পলিপাড়া গ্রামে।

নির্বাচন উপলক্ষে দুই আসনে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে ও ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। পাশাপাশি ১৪ প্লাটুন বিজিবি ও র‍্যাব ১৭ টহল দল মোতায়ন আছে। এ ছাড়াও ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় সাড়ে ৪ হাজার নিরাপত্তা কর্মী কাজ করছেন।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!