• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাহির বিষয়ে পুলিশকে বিশেষ অনুরোধ জয়ার


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৮, ২০২৩, ০৫:০৭ পিএম
মাহির বিষয়ে পুলিশকে বিশেষ অনুরোধ জয়ার

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার চিত্রনায়িকা মাহিয়া মাহি নয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় তার বিষয়ে পুলিশকে সংবেদনশীল থাকার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসান।

শনিবার (১৮ মার্চ) বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্টে পুলিশকে এ অনুরোধ করেন তিনি।

জয়া ফেসবুক পোস্টে লিখেছেন, ‘অভিনেত্রী মাহিয়া মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রেফতার করা হয়েছে। মাত্রই খবরে পড়লাম, পুলিশ তাকে রিমান্ডে আনার আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি। মাহি জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু দেশের সব নাগরিকের মতো তিনিও আইনের অধীন। তবে এই কথাটা বিশেষভাবে মনে রাখা দরকার, তিনি এখন নয় মাসের অন্তঃসত্ত্বা।’

‘তার অভিযোগের তদন্ত চলুক, কিন্তু একজন গর্ভধারিণী মা এবং তার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। রিমান্ড মঞ্জুর না করার জন্য বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই। পুলিশের কর্মকর্তাদেরও অনুরোধ করব, মা আর অনাগত শিশুর যেন কোনো ক্ষতি না হয়, সে ব্যাপারে যেন সংবেদনশীল থাকবেন।’

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!