• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জায়েদ খানের মতো ছেলে খুঁজছেন শবনম ফারিয়া!


বিনোদন প্রতিবেদক মে ২৯, ২০২৩, ০২:৩০ পিএম
জায়েদ খানের মতো ছেলে খুঁজছেন শবনম ফারিয়া!

ঢাকা : জায়েদ খানের বক্তব্য মানেই যেন এখন আলোচনা-সমালোচনা। কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি সমালোচনার মুখে পড়েন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জায়েদ খান বলেছিলেন, ‘তার জন্য বিভিন্ন সময় অনেক মেয়েই পাগলামি করে থাকেন। অনেক নারী ভক্ত তার সঙ্গে প্রেম করতে চান। কেউ আবার টাকার বিনিময়ে তার সময় কিনে নিতে চান।’

জায়েদ আরও জানান, ‘রাজধানীর শান্তিনগরের এক মেয়ে তার ছবি বালিশের নিচে রেখে ঘুমায়।’

জায়েদ খানের একটি বক্তব্যের পর তার নাম উল্লেখ করে ফেসবুকে ছবি পোস্ট করেছেন ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— ‘আমার জায়েদ খান হও। তা হলে আমি শান্তিনগরের সেই মেয়ে হব, যে তোমার ছবি বালিশের নিচে রাখবে।’

জায়েদের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে অনেক আলোচনার সৃষ্টি হয়। এবার সেই আলোচনাতেই যেন গা ভাসালেন অভিনেত্রী শবনম ফারিয়া।

নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করে জায়েদ খানের মতো কাউকে খুঁজছেন জীবনে সেটাই যেন মজার ছলে জানিয়ে দিলেন। ভক্তরাও ফারিয়ার এই ক্যাপশন বেশ ভালোভাবে নিয়েছেন। তাদের মধ্যে অনেকেই মজা করে এই অভিনেত্রীর জীবনে জায়েদ খান হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!