• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হুমায়ূন আহমেদের মায়ের সঙ্গে ছবি দিয়ে স্মৃতিকাতর গুলতেকিন


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ২৮, ২০২৩, ০৩:০১ পিএম
হুমায়ূন আহমেদের মায়ের সঙ্গে ছবি দিয়ে স্মৃতিকাতর গুলতেকিন

ঢাকা: কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সঙ্গে ভালোবেসে ঘর বেঁধেছিলেন গুলতেকিন খান। তবে দীর্ঘ ৩০ বছর পর বিচ্ছেদ হয় তাদের। পরিবারের সদস্য, স্বজন, শাশুড়িসহ সবার সঙ্গে দীর্ঘ সময় কেটেছে গুলতেকিনের। এক পর্যায়ে এসে অবশ্য তিনিও বেঁধেছেন নতুন ঘর। সুখ দীর্ঘস্থায়ী হয়নি। মারা গেছেন সে স্বামীও।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাঝেমধ্যেই পুরোনো দিনের স্মৃতিময় ঘটনা তুলে আনেন গুলতেকিন। এবার সাবেক শাশুড়ি ও প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের মা প্রয়াত আয়েশা আহমেদের সঙ্গে একটি ছবি পোস্ট করে যেন হয়ে পড়লেন স্মৃতিকাতর।

গুলতেকিনের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, বসে আছেন আয়েশা আহমেদ। দাঁড়িয়ে তাকে জড়িয়ে পেছনে দাঁড়িয়েছেন গুলতেকিন। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আপনি সব সময়ই আছেন আমার খুব কাছেই, উপলব্ধি করি প্রতি নিয়তই…।’

হুমায়ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল ও কার্টুনিস্ট আহসান হাবীবের মা রত্নগর্ভা আয়েশা ফয়েজ মারা যান ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর।

১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের তরুণ শিক্ষক হুমায়ূন আহমেদের সঙ্গে কিশোরী গুলতেকিনের বিয়ে হয়। তাদের এক ছেলে ও তিন মেয়ে। গুলতেকিনের সঙ্গে বিয়েবিচ্ছেদের দুই বছর পর ২০০৫ সালে হুমায়ূন আহমেদ বিয়ে করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে।

অনেকদিন একা থাকার পর ৫৬ বছর বয়সে কবি আফতাব আহমদের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন গুলতেকিন। শাওনকে বিয়ে করার সময় হুমায়ূন আহমেদের বয়সও ছিল ৫৬। গত বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে মারা যান গুলতেকিনের স্বামী কবি আফতাব আফতাব আহমদ।

আইএ

Wordbridge School
Link copied!