• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পঞ্চাশ ছুঁইছুঁই, বিয়ের জন্য যেমন ছেলে খুঁজছেন সুস্মিতা


বিনোদন ডেস্ক ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০১:২৯ পিএম
পঞ্চাশ ছুঁইছুঁই, বিয়ের জন্য যেমন ছেলে খুঁজছেন সুস্মিতা

ঢাকা: মাত্র ১৮ বছর বয়সেই খ্যাতির চূড়ায় উঠেছেন সুস্মিতা সেন। সেই খ্যাতি শুধু দেশেই সীমাবদ্ধ নয়, সীমানা পেরিয়ে পৌঁছে গেছে বিশ্বব্যাপী। 

প্রাক্তন বিশ্বসুন্দরী, ব্যক্তিত্বের জন্য যতটা আলোচিত হয়েছেন, ততটাই চর্চিত হয়েছেন ব্যক্তিগত জীবনের জন্য। অভিনেত্রীর প্রেম-বিয়ে নিয়ে চর্চার শেষ নেই। তবু কোনও দিনই সম্পর্ক নিয়ে গোপনীয়তায় বিশ্বাসী নন তিনি। 

কখনও রণদীপ হুডা, কখনও মুম্বাইয়ের রেস্তরাঁর মালিক হৃতিক ভাসিন, কখনও পরিচালক বিক্রম ভট্ট, আবার কখনও ললিত মোদী, বয়সে অনেক ছোট রোহমান শলের সঙ্গে নাম জড়িয়েছে সুস্মিতার।

বয়স তার পঞ্চাশ ছুঁইছুঁই। তবু ঘর বাঁধা হয়নি। যদিও সুস্মিতা ছকভাঙা। বিয়ে করেননি কিন্তু দুই সন্তানের মা। অল্প বয়সে দুই কন্যা দত্তক নিয়েছেন।

যদিও গত বছর থেকে সুস্মিতার সঙ্গে সর্বত্রই দেখা যাচ্ছে প্রাক্তন প্রেমিক রোহমনকে। তবে কি ফের তারা সম্পর্কে জড়িয়েছেন? ভবিষ্যতে কি বিয়ে করবেন অভিনেত্রী।

আসলে বিয়ের জন্য কোনও ধরাবাঁধা বয়সের গণ্ডিতে নিজেকে আটকে রাখতে নারাজ সুস্মিতা। যদিও বিয়ে করার ইচ্ছে রয়েছে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি বিয়ে করতে চাই। কিন্তু এমন একটা মানুষকে পেতেও তো হবে।’

সুস্মিতা বললেন, ‘আসলে বিয়ে তো মনের বন্ধন। কাউকে দেখে সেই অনুভূতিটাও আসতে হবে তাই না? যেদিন এমন কোনও পুরুষ জীবনে আসবে, যাকে দেখে মনে হবে একেই বিয়ে করা যায়, সেদিন করব কিংবা আমার যে চাহিদার তালিকা রয়েছে সেগুলো মিলে গেলেই বিয়ে করে নেব। তার আগে এভাবেই বেশ ভালো আছি।’

ইউআর

Wordbridge School
Link copied!