• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আপনার এতো সুন্দর হাসিকে একদমই বৃথা যেতে দিবেন না: শেখ সাদী


বিনোদন প্রতিবেদক মার্চ ১১, ২০২৫, ১১:৪৩ এএম
আপনার এতো সুন্দর হাসিকে একদমই বৃথা যেতে দিবেন না: শেখ সাদী

ঢাকা: আবারও ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি সময়ে শেখ সাদীর সঙ্গেই পরীমণির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শোবিজাঙ্গনে। 

এদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন পরীমণি। সেই পোস্টে কমেন্ট বক্সে শেখ সাদী উল্লেখ করেছেন যে, খাবার খেতে কষ্ট কলে তাকে যেন পরী কল করেন। কমেন্টের পরিপ্রেক্ষিতে পরী জানান যে, তার ফোনে কল দেওয়ার মতো টাকা নেই। 

সাদী কমেন্টে লিখেছেন, ‘আপনি নিশ্চয়ই আল্লাহ তায়ালার অনেক প্রিয়। আমার কেনো যেন মনে হয় এই বিষয়টা আপনি নিজেও উপলব্ধি করতে পারেন। আল্লাহ আপনার সাথে আছেন এবং উনি অবশ্যই আপনার জন্য দারুণ কিছু পরিকল্পনা করে রেখেছেন।’ 

‘নিজেকে কখনোই একা ভাববেন না যার সাথে আল্লাহ আছেন তার আর কিছু লাগে নাকি। আপনার হাসি ধরে রাখার জন্যে আল্লাহ আপনাকে সাহিম আর প্রিয়ম কে তো দিয়েই দিছে।’

তার কথায়, ‘আপনাকে এতো সুন্দর হাসি দিয়েছে যেহেতু এটাকে একদমই বৃথা যেতে দিবেন না । হাসি খুশি থাকুন, জীবনকে উপভোগ করুন । এরপরেও খেতে কষ্ট হলে feel free to call me।’

এরপর পরীমণি লিখেন, ‘শেখ সাদী পিচ্চি পোলা, তোরে ফোন দেওয়ার মতো টাকা নাই রে আমার ফোনে সোনা।’ তাদের এ কমেন্ট নিয়ে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন। 

ইউআর

Wordbridge School
Link copied!