• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বলিউডে জেনিফার-করণ বিয়ের গুঞ্জনে


বিনোদন ডেস্ক জানুয়ারি ২৮, ২০২৬, ০৩:৫৩ পিএম
বলিউডে জেনিফার-করণ বিয়ের গুঞ্জনে

ছবি: সংগৃহীত

বলিউড ও টেলিভিশন দুনিয়ায় আবারও চর্চার কেন্দ্রে করণ ওয়াহি ও জেনিফার উইনগেট। দীর্ঘদিনের বন্ধু ও সাবেক সহশিল্পী এই দুই তারকাকে ঘিরে সম্প্রতি ছড়িয়ে পড়ে বিয়ের গুঞ্জন। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন বিনোদন পোর্টালে খবর খুব শিগগিরই নাকি চার হাত এক হতে চলেছে তাদের। তবে বাস্তবতা কি সত্যিই তাই?

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, এই গুঞ্জনের সত্যতা জানতে করণ ওয়াহির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একদম সোজাসাপটা জবাবে বলেন, “ভুয়া খবর।” অভিনেতার এই দুটি শব্দেই আপাতত সব জল্পনার ইতি তবে তাদের অনেক ভক্ত বিষয়টা মেনে নিতে পারছেন না। করণ ও জেনিফারের অনুরাগীরা দীর্ঘদিন ধরেই তাদের একসঙ্গে দেখতে চান বাস্তব জীবনেও। পর্দায় তাদের রসায়ন এতটাই জনপ্রিয় যে, অনেকেই বিশ্বাস করতে শুরু করেছিলেন বন্ধুত্ব বুঝি প্রেমে রূপ নিয়েছে। কিন্তু করণের মন্তব্যে আপাতত সেই স্বপ্ন ভেঙে পড়ল অনেক ভক্তের।

টেলিভিশনে করণ ওয়াহি ও জেনিফার উইনগেটের বন্ধুত্বের শুরু বহু বছর আগে। জনপ্রিয় সিরিয়াল ‘দিল মিল গয়ে’তে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। সেখানে জেনিফার ছিলেন ডা. রিদ্ধিমা গুপ্ত, আর করণ অভিনয় করেন ডা. সিদ্ধান্ত মোদির চরিত্রে। প্রায় ১৪ বছর পর, ২০২৪ সালে আবারও তারা পর্দায় জুটি বাঁধেন ওয়েব সিরিজ ‘রাইজিংহানি ভার্সেস রাইজিংহানি’ তে। এই সিরিজে তাদের অভিনয় দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। সেই থেকেই নতুন করে ডেটিং ও বিয়ের গুঞ্জন ডানা মেলে।

টেলিভিশনে করণ ওয়াহি ও জেনিফার উইনগেটের বন্ধুত্বের শুরু বহু বছর আগে। জনপ্রিয় সিরিয়াল ‘দিল মিল গয়ে’তে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। সেখানে জেনিফার ছিলেন ডা. রিদ্ধিমা গুপ্ত, আর করণ অভিনয় করেন ডা. সিদ্ধান্ত মোদির চরিত্রে। প্রায় ১৪ বছর পর, ২০২৪ সালে আবারও তারা পর্দায় জুটি বাঁধেন ওয়েব সিরিজ ‘রাইজিংহানি ভার্সেস রাইজিংহানি’ তে। এই সিরিজে তাদের অভিনয় দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। সেই থেকেই নতুন করে ডেটিং ও বিয়ের গুঞ্জন ডানা মেলে।

এসবিআর

Wordbridge School
Link copied!