• ঢাকা
  • শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জনপ্রিয় অভিনেত্রী ক্যাথরিন ও’হারা আর নেই, প্রধানমন্ত্রী শোকাহত


বিনোদন ডেস্ক জানুয়ারি ৩১, ২০২৬, ০২:২১ পিএম
জনপ্রিয় অভিনেত্রী ক্যাথরিন ও’হারা আর নেই, প্রধানমন্ত্রী শোকাহত

ছবি: সংগৃহীত

কানাডীয়-আমেরিকান বিখ্যাত কমেডিয়ান ও অভিনেত্রী ক্যাথরিন ও’হারা আর নেই। গত শুক্রবার (৩০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে স্বল্পকালীন অসুস্থতার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্বামী বো ওয়েলচ এবং দুই ছেলেকে রেখে গেছেন।

‘শিটস ক্রিক’-এর অতিরঞ্জিত ও মজার চরিত্র মোইরা রোজ থেকে শুরু করে ‘হোম অ্যালোন’-এর উদ্বিগ্ন মা কেট ম্যাকক্যালিস্টার—ক্যাথরিন ও’হারা বিভিন্ন ধরনের চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। তার ক্যারিয়ার জুড়ে অনেক নামী তারকার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। তার প্রয়াণে হলিউডের সহকর্মী থেকে শুরু করে কানাডার প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই গভীর শোক প্রকাশ করেছেন।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, অভিনেত্রীর ম্যানেজার মার্ক গুরভিটজের অফিসের একজন প্রতিনিধি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ক্রিয়েটিভ আর্টিস্ট এজেন্সি (সিএএ)-এর বিবৃতিতে জানানো হয়েছে, কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি এবং শুক্রবার নিজ বাড়িতে মারা যান।

‘হোম অ্যালোন’ সিরিজে ম্যাকাওলে কালকিনের মা কেট ম্যাকক্যালিস্টার এবং ‘বিটলজুস’-এ ডেলিয়া ডিটজ চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে। অভিনেতা ম্যাকাওলে কালকিন ইনস্টাগ্রামে শোক জানিয়ে লিখেছেন, “মা, আমার মনে হয়েছিল আমাদের আরও সময় আছে। আমি আরও কিছু চেয়েছিলাম। তোমার পাশের চেয়ারে বসতে ইচ্ছে করছিল। তোমার কথা শুনেছি, কিন্তু আমারও আরও কিছু বলার ছিল। তোমাকে ভালোবাসি। পরে দেখা হবে।”

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, “ক্যাথরিন ও’হারার প্রয়াণে আমি কানাডার এবং বিশ্বের সকল ভক্তদের সঙ্গে গভীর শোক প্রকাশ করছি।”
সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাকে “কৌতুক এবং হৃদয়ের এক বিরল উপহারসম্পন্ন প্রিয় কানাডীয় আইকন” হিসেবে উল্লেখ করে বলেন, “তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে হাসিয়েছেন।”

১৯৫৪ সালের ৪ মার্চ টরন্টোতে জন্মগ্রহণ করেন ক্যাথরিন ও’হারা। তিনি ছিলেন তার বাবা-মায়ের সাত সন্তানের মধ্যে ষষ্ঠ। ১৯৭৪ সালে টরন্টোর বিখ্যাত ইম্প্রোভাইজেশন থিয়েটার গ্রুপ ‘দ্য সেকেন্ড সিটি’-তে যোগ দিয়ে অভিনয় জীবন শুরু করেন। দুই বছর পর এই দলটি স্কেচ কমেডি টেলিভিশন শো ‘এসসিটিভি’ চালু করে, যেখানে তার নিয়মিত অভিনয় দর্শকদের মন জয় করে নেয়।

এসবিআর

Wordbridge School
Link copied!