• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অহনার প্রাক্তন ছিল মেহেদী হাসান হৃদয়, ‘বরবাদ’ সিনেমার ডিরেক্টর: শামীম


বিনোদন প্রতিবেদক মে ৭, ২০২৫, ০২:৩৩ পিএম
অহনার প্রাক্তন ছিল মেহেদী হাসান হৃদয়, ‘বরবাদ’ সিনেমার ডিরেক্টর: শামীম

ঢাকা: ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান তার প্রাক্তন সম্পর্কে সম্প্রতি এক সাক্ষাতকারে দাবি করেছিলেন, ‘আমার প্রাক্তন একটা জানো...য়া...র, একটা ভয়ংকর লেভেলের অমানুষ। ওকে দেখার পর অন্য মানুষের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে’। এই সাক্ষাতকারের পর অভিযোগের তীর উঠেছিল শামীম হাসান সরকারের ওপর।

সাক্ষাতকারের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সেই পোস্টের মন্তব্যঘরে শামীম হাসান সরকারের কথা উল্লেখ করেন অনেকে। সেখানেই অভিনেতা জানান, তিনি সেই ব্যক্তি নন। অহনা যাকে নিয়ে কথা বলছেন শামীম তাকে চেনেন বলেও জানান।

কিন্তু অহনার সেই প্রাক্তন কে, তা এবার সরাসরি জানালেন শামীম। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় গুরুতর কিছু অভিযোগের জবাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শামীম।

সেখানে কথা প্রসঙ্গে অহনার সেই মন্তব্য নিয়ে অভিনেতা বলেন, সকলে অহনার ইন্টারভিউয়ের ক্লিপ কেটে দিয়ে ‘প্রাক্তন একটা জানো...য়া...র’- এসব ট্যাগ আমাকে বিয়ের পরও ইনবক্সে পেতে হয়েছে। আর এটা আমার জন্য খুব কষ্টদায়ক। এখন ওই প্রাক্তন জানো...য়া...রটার সঙ্গে আমি নেই।

সেই প্রাক্তনের পরিচয় জানিয়ে শামীম বলেন, অহনা তো নামটা বলতে পারে নাই, ওটা মেহেদী হাসান হৃদয়, বরবাদ সিনেমার ডিরেক্টর। তার সঙ্গে ৬-৭ বছরের রিলেশন ছিল। আমি মাঝে অহনার সঙ্গে বন্ধুত্ব করেছি, সে সময়ও তার (মেহেদী) সঙ্গে সম্পর্কে ছিল।

ইউআর

Wordbridge School
Link copied!