• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘নিজেও বিপদে আছি’, বললেন ‘মুজিব’ সিনেমার ভিলেন


বিনোদন প্রতিবেদক মে ২১, ২০২৫, ১২:১৫ পিএম
‘নিজেও বিপদে আছি’, বললেন ‘মুজিব’ সিনেমার ভিলেন

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেদিন থেকে আজ পর্যন্ত ভারতেই অবস্থান করছেন স্বৈরাচার আওয়ামী নেত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনা হচ্ছে।

সেই আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা থাকায় গ্রেফতারি পরোয়ানা ছিল ঢালিউড অভিনেত্রী পর্দার হাসিনা নুসরাত ফারিয়ার বিরুদ্ধে। গত রোববার (১৮ মে) দেশ ছেড়ে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় অভিনেত্রীকে। ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ভাটারা থানায় হস্তান্তর করে।  ওই মামলায় পরে জামিনে মুক্তি পান অভিনেত্রী।

এ নিয়ে সামাজিক মাধ্যমে বিনোদন তারকারা তাদের মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ প্রতিবাদও করেছেন। এ বিষয়ে বর্ষীয়ান গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে কথা বলেছেন। তিনি নাকি খুব বিপদে আছেন বলেও জানান এ অভিনেতা। 

ফজলুর রহমান বাবু বলেন, নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। তবে উনি কি অভিনয় করার জন্য বন্দি হয়েছেন, নাকি অন্য কোনো কারণে, সেটি আমাদের কাছে পরিষ্কার না। তিনি বলেন, যদি খুব পরিষ্কার করে বলি, তাহলে বলতে হবে— নিজেও বিপদে আছি।

এদিকে অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতারের পর সামাজিক মাধ্যমে উঠে আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার কথা। সেই সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে আলোচনা ও সমালোচনা অভিনেত্রী দুই-ই যোগ করেন তার ক্যারিয়ারে। এটি তার জীবনে সিনেমাপ্রেমীদের বিভক্তি গড়ে দেয়। শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমাটি ২০২৩ সালের ১৩ অক্টোবরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ সিনেমাটি পরিচালনা করেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল।
 

ইউআর

Wordbridge School
Link copied!