• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যে বিএনপিকে ভালোবাসি সেই বিএনপি খুঁজে পাচ্ছি না: আসিফ


বিনোদন প্রতিবেদক মে ৩০, ২০২৫, ১১:৪৯ এএম
যে বিএনপিকে ভালোবাসি সেই বিএনপি খুঁজে পাচ্ছি না: আসিফ

ঢাকা: শহিদ জিয়ার যে বিএনপিকে ভালোবাসেন সেই বিএনপি খুঁজে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। 

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন কথা বলেন। 

আসিফ বলেন, ‘শৈশব থেকেই আমি শহিদ জিয়ার অনুরক্ত, বিএনপির একজন একনিষ্ঠ সমর্থক। দু:খজনক হলেও সত‍্যি যে বিএনপিকে ভালোবাসি সেই বিএনপি খুঁজে পাচ্ছি না। অত‍্যাচারের খড়গে ছিল জিয়া পরিবার, সুফল ভোগ করেছে জাতীয়তাবাদের লেবাসধারী কিছু নেতা, অত‍্যাচারীর এজেন্টরা। সারাদেশে গুম খুন মামলা হামলা জেল জুলুমে নির্যাতিত হয়েছে লক্ষ লক্ষ তৃণমূল নেতাকর্মী, তারাই আজ দলে অপাংক্তেয়। সেই বিএনপি এখন খুঁজে পাইনা যে বিএনপি বাংলাদেশী জাতীয়তাবাদের ঝান্ডাধারী, যে বিএনপি জনতার।’

শহিদ জিয়ার বিরামহীন ছুটে চলাই আধুনিক বাংলাদেশের ভিত্তি রচনা করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে তিনি ছিলেন এক অজেয় ধুমকেতু। শহিদ জিয়ার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয়ে উঠেছিল বাংলাদেশের মানুষের আশা আকাঙ্খার মূর্ত প্রতীক। ইতিহাসের পথ পরিক্রমায় আবারো বিএনপির সামনে এসেছে রাষ্ট্র পরিচালনার সুযোগ। শহিদ জিয়ার কীর্তিগাঁথা আমরা শুনেছি অগ্রজদের কাছ থেকে। উনার ১৯ দফার মর্মার্থই ছিল বাংলাদেশের অর্থনীতির ম‍্যাগনা কার্টা।’

জনপ্রিয় এ সংগীতশিল্পী আরও বলেন, শহিদ জিয়ার সেই বিএনপি ফেরত চাই যে বিএনপি দেশের নারী, যুবক, শিশু, ক্রীড়া এবং শিল্পীবান্ধব। জাতির ক্রান্তিকালে দেশের সাধারন মানুষ নতুন আলোর ঝলকানি দেখার অপেক্ষায়। মাহেন্দ্রক্ষণ সমাগত, প্রতিফলন দেখতে চাই শহিদ জিয়ার উচ্চারিত সেই মহান বানীর- ব‍্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়...। 

ইউআর
 

Wordbridge School
Link copied!