ঢাকা: আসন্ন ঈদুল আজহার বিশেষ আয়োজনের অংশ হিসেবে টেলিভিশন এবং ইউটিউবে প্রচারিত হবে দয়াল সাহার চিত্রনাট্য এবং সকাল আহমেদ এর পরিচালনায় নির্মিত নাটক দোষ টা কার?
সামাজিক মূল্যবোধ, নারীর মর্যাদা, নিঃস্বার্থ ভালোবাসা এবং সম্পর্কের জটিলতার মতো গভীর বিষয়গুলো নিয়ে নির্মিত এ নাটকটি নিয়ে আশাবাদী দয়াল সাহা।
নাটকের কেন্দ্রীয় চরিত্র, রায়হানের নাম ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক আরোশ খান। রায়হান একজন সাধারণ মুদি দোকানি।
মনের দিক থেকে অসাধারণ। রুহিকে নিঃস্বার্থভাবে বিয়ে করে, পড়ালেখার দায়িত্ব নেয় এবং গভীর ভালোবাসায়ে আগলে রাখে। অথচ শহুরে চাকচিক্য না থাকায় রুহির চোখে রায়হান কখনই কাঙ্খিত পুরুষের মর্যাদা পায় না।
রুহির জীবনে আসে আরেক শহুরে যুবক, শাহেদ। ক্যাম্পাসের স্মার্ট তরুণ। বাইক, কফি, আড্ডা। সব মিলিয়ে শাহেদ যেন আধুনিক প্রেমিকের প্রতিচ্ছবি। রুহি রায়হানকে ছেড়ে শাহেদের প্রেমে পড়ে, তালাক চায়। নিঃশব্দে চোখের জল ফেলে রুহিকে মুক্তি দেয় রায়হান।
নাটকের মোড় ঘুরে যায় শেষাংশে। শাহেদের মুখোশ খুলে যায়। রুহি উপলব্ধি করে, ভালোবাসার নামে শাহেদের ছিল কেবল লোভ আর প্রতারণা। অপমানিত হয়ে রুহি ফিরে আসে রায়হানের কাছে। পায়ে পরে মাফ চায়। রায়হান তখনও শান্ত স্বরে জানায়, “সংসার ভাঙলে অনেক কষ্ট হয়, সেই কষ্ট আমি দ্বিতীয়বার নিতে চাই না।” সংসারে ফেরা হয় না রুহির। রায়হান দিরে যায় নিজ গ্রামে।
নাট্যকার দয়াল সাহা এখানে কেবল একটি সম্পর্কের গল্প বলেননি, তুলে ধরেছেন সংসার টিকিয়ে রাখতে পুরুষের সংগ্রাম এবং ভালোবাসার সত্যিকারের মানে।
পরিচালক সকাল আহমেদ নাটকের প্রতিটি দৃশ্যকে করেছেন বিশ্বাসযোগ্য। গ্রাম, শহর, সংসার, নিঃসঙ্গতা সব মিলিয়ে দোষ টা কার? নাটকটি দর্শকের মনে জায়গা করে নেবে এই প্রত্যাশা সকল কলা কুশলীর।
এআর







































