• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ক্রপ টপে উত্তাপ ছড়ালেন রুনা খান


বিনোদন প্রতিবেদক জুন ১২, ২০২৫, ১১:২৮ এএম
ক্রপ টপে উত্তাপ ছড়ালেন রুনা খান

ঢাকা: সাহসী অবতারে ধরা দিতে রুনা খানের জুড়ি নেই। পর্দায় কিংবা বাস্তবে, বরাবরই স্পষ্টবাদী এই অভিনেত্রী। তারকারা যেমন আতশী কাচের মতো, তাদের ধরা যায় না, সাধারণ লুকেও দেখা মেলে না। রুনা খান যেন একটু ব্যতিক্রম। 

হরহামেশাই নো মেকআপ লুকে ছবি তুলে সেগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিখ্যাত হাডসন নদীর তীরে দেখা মিলল অভিনেত্রীর।

সাধারণ লুকেই ধরা দিয়েছেন রুনা খান। তবে অভিনেত্রীর সেই নো মেকআপ লুক দেখেই ঘুম উড়েছে ভক্তদের। 

ঈদের আগেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন রুনা। সেখানে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। বছরজুড়ে কাজের ব্যস্ততায় ডুবে থাকলেও এখন যেন একটু অবকাশের দেখা মিলেছে।

বুধবার (১১ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রুনা খান। ছবিগুলোতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের হাডসন নদীর পাড়ে একটি শর্ট প্যান্ট ও টি-শার্টে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী।

হাস্যেজ্জল রুনা সাধারণ লুকেই নজর কেড়েছেন ভক্তদের। ছবিতে তার আবেদনময়ী মেজাজও ফুটে উঠছিল। যা দেখে ভক্তরাও প্রশংসা করেছেন।

সবশেষ ঈদে মুক্তি পেয়েছে অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’, যেখানে রুনা খানের অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। এছাড়া ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’ ও সিনেমা ‘নীলপদ্ম’তেও দেখো মিলেছে তার। 

ইউআর

Wordbridge School
Link copied!