ঢাকা: টালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘ভানুমতী ভূতের হোটেল’ সিনেমার শুটিং চলাকালীন তীব্র ব্যথায় নাজেহাল হয়ে পড়েন তিনি। পরে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হয় টালি তারকাকে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৩ জুলাই) এ ঘটনা ঘটেছে। আর নিজের এই শারীরিক অসুস্থতার কথা অভিনেত্রী স্বস্তিকা নিজেই জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন, আমি জানি সব কিছু নির্দিষ্ট কারণেই ঘটে।
অভিনেত্রী লেখেন, গতকাল আমার আগামী ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর শুটিং চলাকালীন আমি মারাত্মক যন্ত্রণায় ছটফট করতে শুরু করি। সঙ্গে সঙ্গে আমাকে প্রযোজনা সংস্থার তরফে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমি কর্নিয়া ড্যামেজের মতো সমস্যার সঙ্গে লড়াই করছি।
অসুস্থতা প্রসঙ্গে তিনি আরও লেখেন, কখন, কীভাবে, কেমন করে এটি হলো তার কোনো ধারণা নেই আমার। এখন শুধুই লড়াই করছি, খারাপ কষ্টের সঙ্গে। সময়টা খুবই খারাপ যাচ্ছে। কিন্তু চিকিৎসা শুরু হয়েছে।
ইউআর