• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রথমবার বাবা হলেন অভিনেতা শ্যামল মাওলা


বিনোদন প্রতিবেদক আগস্ট ৩, ২০২৫, ০১:৩৮ পিএম
প্রথমবার বাবা হলেন অভিনেতা শ্যামল মাওলা

ঢাকা: প্রথমবারের মতো বাবা হলেন অভিনেতা শ্যামল মাওলা। রোববার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে জন্ম নেয় তার কন্যাসন্তান। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।

ঘরের নতুন অতিথিকে স্বাগত জানাতে সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন শ্যামল। দেখা যায়, কোলে একরত্তি মেয়েকে জড়িয়ে রেখেছেন। কিন্তু এই মুহূর্তে সদ্যোজাতের মুখ দেখাতে একেবারেই নারাজ এই অভিনেতা। তাই তো সন্তানের মুখ ভালোবাসার ইমোজি দিয়ে আড়াল করে রেখেছেন।

সেই ছবির ক্যাপশনে লেখেন, ‘এ নিউ স্টার কামস টু প্ল্যানেট। জানিয়ে দিয়েছেন সেই ছোট্ট তারার নামটিও- সানাভ মাওলা।’

২০২০ সালের ১০ অক্টোবর অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার মাহা শিকদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্যামল মাওলা।

একসময় মঞ্চে কাজ করতেন শ্যামল মাওলা। ২০০৬ সালে টিভি নাটকে অভিষেক হয় তার। পরে চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। তার ‘নাদান’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমাটির দুর্গাপূজায় মুক্তির কথা রয়েছে।

ইউআর

Wordbridge School
Link copied!