• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মেয়ের জন্মদিনে চমকে দিলেন শাবনূর


বিনোদন ডেস্ক অক্টোবর ২৩, ২০২৫, ১১:৫৯ এএম
মেয়ের জন্মদিনে চমকে দিলেন শাবনূর

ছবি: শাবনূরের ফেসবুক থেকে নেওয়া

ঢাকাই সিনেমার প্রিয় মুখ শাবনূর আবারও আলোচনায় এসেছেন এক ব্যতিক্রমী সাজে। বহুদিন পর ভক্তদের সামনে হাজির হয়েছেন জাপানের ঐতিহ্যবাহী পোশাক ‘কিমোনো’ পরে।

সম্প্রতি নিজের মেয়ের ১৪তম জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা। সেখানে দেখা যায়, রঙিন ফুলের নকশা করা কিমোনোতে ভিন্ন আভায় উজ্জ্বল শাবনূর। মেয়েকে নিয়ে এমন বিশেষ মুহূর্তের ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে অনলাইনে।

পোস্টের ক্যাপশনে মেয়ের প্রতি মমতায় ভরা বার্তা লিখেছেন তিনি— “শুভ জন্মদিন, আমার আদরের রাজকন্যা। তোমার জীবনে যেন সব সুখ, ভালোবাসা আর সাফল্য আসে। আমি সবসময় তোমার পাশে আছি, ভালোবাসি অসীমভাবে।” 

ভক্তরাও থেমে থাকেননি। কমেন্টে একের পর এক শুভেচ্ছা জানিয়েছেন তারা। কেউ লিখেছেন, “আল্লাহ আপনার রাজকন্যাকে নেক হায়াত ও সুন্দর জীবন দিন,” আবার কেউ বলেছেন, “শাবনূরের মেয়েটি মায়ের মতোই সুন্দর।”

দীর্ঘদিন পর শাবনূরকে এমন নতুন আঙিকে দেখে তার অনুরাগীরা যেন নস্টালজিয়ায় ভেসে যাচ্ছেন। অনেকেই মন্তব্য করেছেন, “শাবনূর মানেই চমক—এবারও তাই প্রমাণ করলেন তিনি।”

এম

Wordbridge School
Link copied!