ফাইল ছবি
ঢাকা: চলতি বছরের শুরুতেই আলোচিত নায়িকা পরীমণিকে কেন্দ্র করে নতুন একটি চলচ্চিত্রের ঘোষণা আসছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ‘শাস্তি’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে এই ছবিটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবিটি পরিচালনা করছেন লিসা গাজী।
জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। অনুষ্ঠানে দুই প্রধান তারকাই উপস্থিত থাকবেন।
নির্মাতার বক্তব্য অনুযায়ী, রবীন্দ্রনাথের এই গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। পরীমণি ও চঞ্চল চৌধুরীর সঙ্গে আরও অনেক গুণী অভিনয়শিল্পী এই ছবিতে যুক্ত থাকবেন।
সোমবার (১৯ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে সব বিস্তারিত তথ্য জানানো হবে। গত বছর পরীমণি বিভিন্ন ঘটনায় বেশ আলোচনা-সমালোচনার মধ্যে থাকলেও এই সময়ে তার কোনো নতুন সিনেমাই মুক্তি পায়নি।
‘ডোডোর গল্প’ নামে একটি ছবির শুটিং শেষ হয়েছে বটে, কিন্তু মুক্তির বিষয়ে পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য আসেনি। এছাড়া গত বছরের শুরুর দিকে ‘গোলাপ’ নামের আরেকটি সিনেমার ঘোষণা এসেছিল। কিন্তু এখন পর্যন্ত শুটিং শুরুর কোনো খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, চঞ্চল চৌধুরী বর্তমানে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এই নির্মাতার ‘উৎসব’ সিনেমাতেও তাকে দেখা গিয়েছিল।







































