• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আটচল্লিশেও রূপবতী মিমি... 


বিনোদন প্রতিবেদক ডিসেম্বর ২০, ২০১৬, ০৩:০৬ পিএম
আটচল্লিশেও রূপবতী মিমি... 

ঢাকা: নব্বই দশকের পর্দা কাঁপানো অভিনেত্রী আফসানা মিমি। মিষ্টি মেয়ে হিসেবে খ্যাতি ছিল তার। অসম্ভব মেধাবী এই অভিনেত্রী পরবর্তীতে শুধু নিজেকে অভিনয়েই সীমাবদ্ধ রাখেননি। মঞ্চ নির্দেশনা, টিভি নাটক নির্মাতা, চিত্রনাট্য ও সিনেমা নির্মাণেও হাত দেন। নব্বই দশকে টিভি পর্দার যে মিষ্টি আফসানা মিমির ইমেজ দীর্ঘদিন ধরে মানুষ লালন করে আসছে, তার যেনো একটু রদবদল হয়নি জীবনের আট চল্লিশ বছরেও।

হ্যাঁ। আটচল্লিশে পা দিলেন এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি। ২০ ডিসেম্বর মঙ্গলবার আফসানা মিমি ৪৮ বছরে পা রাখলেন। জন্মদিন প্রসঙ্গে আফসানা মিমি বলেন,জন্মদিন এলে আমি খুব আনন্দিত হই। কারণ আমার কাছে মনে হয় মানুষের জন্ম খুব আনন্দময় একটি ঘটনা যদি সে সুস্থ সবল হয়ে পৃথিবীতে আসে। একজন মানুষ হিসেবে জন্ম নিয়ে পৃথিবীর সব রূপ, রস অনুভব করছি, উপভোগ করছি-এটা সত্যিই অনেক আনন্দের। প্রতিটি মানুষেরই জন্মের কোন না কোন উদ্দেশ্য থাকে। সে জন্য প্রত্যেক মানুষেরই উচিত তার কর্মের মধ্যদিয়ে তার মুক্তি খুঁজে নেয়া। এ কারণেই জন্মদিন এলে আমার নিজেকে আরো পরিপূর্ণ মনে হয়, নতুন করে স্বপ্ন দেখি। কারণ মানুষ স্বপ্ন নিয়েই বাঁচে।

মিমি ১৯৯০ সালে বাংলা টেলিভিশনে কোথাও কেউ নেই নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তারপর থেকে তিনি বহু টেলিভিশন নাটক এবং কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরবর্তীতে তিনি মনের কথা নামে একটি টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপনা করেন। মুহাম্মদ জাফর ইকবালের ‘ক্যাম্প’ উপন্যাস অবলম্বনে তিনি রান চলচ্চিত্রের কাজ শুরু করলেও শেষ করতে পারেন নি। 

আফসানা মিমি’র মা একদিন তার জন্মদিনে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের যেখানে নবজাতকেরা থাকে সেখানে তার মা তাকে নিয়ে যান। মিমির মা তাকে বলেন,‘ এই হাসপাতালেই তোমার আজকের দিনে জন্ম হয়েছিলো। তুমি নতুন বাচ্চাকে উপহার দাও। সেই থেকে মিমি দেশে থাকলে নিজের জন্মদিনে সন্ধ্যায় হলি ফ্যামিলিতে যান এবং নবজাতক শিশুদের সঙ্গে সময় কাটান এবং উপহার দেন।

ব্যক্তি জীবনে একবার বিয়ে করেন আফসানা মিমি। ‘ব্যতিক্রমী’ নামের একটি নাট্য দলে কাজ করার সময় আফসানা মিমির সাথে নাট্যরচয়িতা, পরিচালক এবং অভিনেতা গাজী রাকায়েতের পরিচয় হয়। পরবর্তীতে দুজন একসাথে চলে আসেন নাগরিক নাট্য সম্প্রদায়ে। একসময় সখ্যতা গড়ে ওঠে তাদের মধ্যে। তারপর প্রেম-বিয়ে। কিন্তু বেশীদিন স্থায়ী হয় নি তাদের সম্পর্ক। ১৯৯৬ সালে সে সংসার ভেঙ্গে যায়। 

তারপর আফসানা মিমি আর বিয়ে করেন নি। ২০০৪ সালের জানুয়ারী মাসে অভিনেত্রী-সঙ্গীতশিল্পী শম্পা রেজার ভাই আজম রেজার স্ত্রী জয়ন্তী রেজা হত্যাকান্ডে আফসানা মিমির সাথে আজম রেজার অবৈধ সম্পর্ক প্রধান কারণ হিসেবে উঠে আসলে ব্যাপক আলোচনা তৈরী হয়। অবশ্য, শেষ পর্যন্ত আজম রেজা দোষী প্রমাণিত হয়ে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত হলেও (পরবর্তীতে রাষ্ট্রপতি কর্তৃক দন্ড মওকুফ করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত) আফসানা মিমিকে অভিযোগপত্র থেকে বাদ দেয়া হয়

সোনালীনিউজি/ঢাকা/এমটিএল  

Wordbridge School
Link copied!