• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে


নিজস্ব প্রতিবেদক মে ৯, ২০২১, ০২:২৩ পিএম
ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে

ফাইল ফটো

ঢাকা: দেশের সব বিভাগেই ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এ বৃষ্টি আরো দু-একদিন অব্যাহত থাকতে পারে।

রোববার (৯ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

আবহাওয়াবিদ মুহম্মদ নুরুল করিম বলেন, প্রায় সব বিভাগেই কমবেশি বৃষ্টি হবে। তবে এ সময়ে বৃষ্টির সঙ্গে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও ঝড়ের গতি ঘণ্টায় ৪০ কিলোমিটার এর বেশি হতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বরিশালের খেপুপাড়ায় ৩৭ মিলিলিটার। এছাড়া হাতিয়া, বগুড়া, বদলগাছী ও ভোলাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।

এছাড়া আবহাওয়ার পূর্বাভাসে তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!