• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকায় এক পশলা বৃষ্টি, জনজীবনে স্বস্তি


নিজস্ব প্রতিবেদক:  এপ্রিল ২৮, ২০২৫, ০১:৩২ পিএম
ঢাকায় এক পশলা বৃষ্টি, জনজীবনে স্বস্তি

ঢাকা: রাজধানী ঢাকায় এক পশলা বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে জনমনে। গরমে অতিষ্ঠ মানুষ যেন কিছুটা হাফ ছেড়ে বাঁচলেন। ২২ এপ্রিল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয় তাপপ্রবাহ। ঢাকায় তাপপ্রবাহ না থাকলেও ভ্যাপসা গরমে অস্বস্তি ছিল জনজীবনে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। বেলা ১২ টার পর থেকে কালো মেঘ জমে যায় আকাশে। সাড়ে ১২টার পর শুরু হয় দমকা বাতাস। এরপর দুপুর পৌনে ১টা থেকে ঢাকার বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি।

আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টির ফলে তাপমাত্রা কমতে পারে প্রায় ২ ডিগ্রি। এছাড়াও আজ সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আইএ

Wordbridge School
Link copied!