• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বিশ্বের শীর্ষ ধনী মুসলিম নারীরা


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২৭, ২০১৭, ০৩:৩৫ পিএম
বিশ্বের শীর্ষ ধনী মুসলিম নারীরা

ঢাকা: আয় না করে কি ধনী হওয়া যায়। বর্তমান বিশ্বে তা কি সম্ভব ! তারপরও যদি তিনি কোনো নারী হন। তাহলে তো কথাই নেই। হ্যাঁ পাঠক, এরকমই কয়েকজন সম্পদশালী নারীর সন্ধান পাওয়া গিয়েছে, যাদের কোনো আয় নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে শুধু স্বামী ও পৈতৃক উৎস থেকে অর্থ পেয়ে বিশ্বের শীর্ষ ধনকুবের হয়েছেন তারা। মুসলিম বিশ্বের নারীদের মধ্যে তারাই এখন শীর্ষে অবস্থান করছেন। শুধু তাই নয় সারা দুনিয়ায় সম্পদশালী ব্যক্তিদের তালিকায় তাদের র‌্যাঙ্ক এখন চোখ-কপালে তোলার মতো। আসুন জেনে নেওয়া যাক সৌভাগ্যবতী সেই সকল নারীদের নাম ও তাদের সম্পদের পরিমাণ।

প্রিন্সেস আমীরা আল-তাউয়িল, সৌদি আরব
প্রিন্সেস আমীরার জন্ম ১৯৮৩ সালের ৬ই নভেম্বর তারিখে ৷ তাঁর স্বামী প্রিন্স আল-ওয়ালিদ বিন তালালের বয়স ৫৮। তিনি বিশ্বের ২৬জন সবচেয়ে ধনি ব্যক্তিদের মধ্যে পড়েন৷

 

মহারানি রানিয়া, জর্ডান
জর্ডানের রাজা আবদুল্লাহ ইল ইবন আল-হুসেনের স্ত্রী রানিয়ার জন্ম ১৯৭০ সালের ৩১শে আগস্ট ৷ আবদুল্লাহ রাজা হন ১৯৯৯ সালে ৷ ছবিতে মহারানি রানিয়াকে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শনে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে৷

প্রিন্সেস মজীদা নুরুল বোলকিয়াহ, ব্রুনেই
প্রিন্সেস মজীদা নুরুল বোলকিয়াহ ব্রুনেই-এর সুলতান হাসানাল বোলকিয়াহ-র দ্বিতীয় কন্যা। ১৯৭৬ সালের ১৬ই মার্চ তার তার জন্ম হয় ৷ খায়রুল খলিলের সঙ্গে বিবাহ হয় ২০০৭ সালে ৷ খলিলও রাজপরিবারের সদস্য এবং প্রধানমন্ত্রীর দপ্তরে কাজ করেছেন৷

প্রিন্সেস হাজাহ হফীজা সুরুরুল বোলকিয়াহ
ব্রুনেই-এর সুলতানের চতুর্থ কন্যা প্রিন্সেস হফীজার জন্ম ১৯৮০ সালের ১২ই মার্চ তারিখে ৷ তাঁর পিতা সুলতান হাসানাল বোলকিয়াহ-কে বিশ্বের সবচেয়ে ধনি ব্যক্তিদের মধ্যে গণ্য করা হয় ৷ ব্রুনেই-এর সুলতানের গাড়ির সংখ্যা ৭,০০০ আর তাঁর প্রাসাদে কামরার সংখ্যা ১,৭০০৷

সুলতানাহ নুর জাহিরা, মালয়েশিয়া
রাজা আল ওয়াথিকু বিল্লাহ তুয়ানকু মিজান জয়নালের পত্নী সুলতানার জন্ম ১৯৭৩ সালের ৭ই ডিসেম্বর তারিখে৷ সুলতানাহ স্বয়ং ধনী পরিবারের সন্তান ৷ পিতার কাছ থেকে ১৫ বিলিয়ন ডলারের সম্পত্তি পেয়েছেন জাহিরা৷

শেখা মোজাহ বিন্তি নাসের আল-মিসনদ, কাতার
শেখ হামাদ বিন খলিফা আল-থানির দ্বিতীয় স্ত্রী শেখার জন্ম ১৯৫৯ সালে ৷ তার স্বামীর সম্পত্তির পরিমাণ প্রায় সাত বিলিয়ন পাউন্ড বলে জনশ্রুতি রয়েছে। 

শেখা হানাদি বিন্তি নাসের বিন খালেদ আল থানি, কাতা
একাধিক ব্যবসায় বিনিয়োগ আছে তার। রিয়াল এস্টেট, পুঁজি বিনিয়োগ আর ব্যাংক ম্যানেজারি থেকে শেখা হানাদির অর্জিত সম্পত্তির পরিমাণ প্রায় ১৫ লিবিয়ন ডলার। তিনি এখন নিঃসন্দেহে কাতারের সবচেয়ে ধনী নারীদের মধ্যে গণ্য৷

প্রিন্সেস লাল্লা সালমা, মরক্কো
প্রিন্সেস লাল্লার জন্ম ১৯৭৮ সালের ১০ই মে ৷ পিতা ছিলেন পেশায় শিক্ষক ৷ লাল্লার বিবাহ হয় মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের সঙ্গে ৷ দুই সন্তানের জননী সালমার পতির সম্পত্তির পরিমাণ আড়াই বিলিয়ন ডলার বলে মনে করা হয়ে থাকে৷

শেখা মায়থা বিন্তি মোহাম্মেদ বিন রশিদ আল-মখতুম, দুবাই
২০০৬ সালের এশিয়ান গেমসে দেখা যাচ্ছে শেখা মায়থাকে; এখানে তায়কন্ডোতে রৌপ্যপদক জেতেন তিনি ৷ মায়থার জন্ম ১৯৮০ সালের ৫ই মার্চ৷ পিতা শেখ মুহাম্মদ বিন রশিদ আল মখতুম সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও পরে প্রেসিডেন্টের পদ অলঙ্কৃত করেছেন ৷ শেখ মুহাম্মদ দুবাই-এর আমীর৷

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!