• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাস্তার ওপর হেলমেট রাখার কারণ জানা জরুরি


নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২১, ০৮:১৫ পিএম
রাস্তার ওপর হেলমেট রাখার কারণ জানা জরুরি

ফাইল ছবি

ঢাকা: ব্যস্ত রাস্তায় দ্রুত ও স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য মোটরসাইকেল একটি গুরুত্বপূর্ণ বাহন। তবে মোটরসাইকেল চালাতে বেশ ঝুঁকিও রয়েছে।

এছাড়া মোটরসাইকের নিয়ে রাস্তায় চলতে গেলে নানা রকম সমস্যায় পড়তে হয় বৈকি।দুর্ঘটনা ছাড়াও তেল শেষ হয়ে যাওয়া, ইঞ্জিন খারাপ হওয়া, টায়ার পাংচার হয়ে যাওয়ার মতো ঘটনা হরহামেশাই ঘটতে পারে।অথবা আপনি নিজে কোনো কারণে বিপদে পড়েছেন এমনও হতে পারে। এসব সমস্যায় আপনাকে অন্যের সাহায্য নিতেই হবে। বিশেষ করে হাইওয়েতে চলাচলের সময়। 

আর সাহয্যের ক্ষেত্রে বাইকারদের একটা আন্তর্জাতিক কোড রয়েছে। 

এক্ষেত্রে মাটিতে বা রাস্তায় বাইকের পাশে হেলমেট রেখে (বিপদগ্রস্থ বাইকার কোড) আপনি সাহায্য চাইতে পারেন। 

বেশিরভাগ বাইকাররাই জানেন যে মাটিতে বা রাস্তায় হেলমেট রাখা বিশেষ কিছু নয়। মাটিতে বা রাস্তায় বাইকের পাশে হেলমেট রাখা মানে বাইকার বিপদগ্রস্থ হয়েছেন।

সুতরাং আপনি যদি আপনার চলার পথে কোন বাইকারকে দেখতে পান যে বাইকের পাশে রাস্তায় বা মাটিতে হেলমেট রাখা অবস্থায় রয়েছেন। তাহলে থামতে দ্বিধা করবেন না কারণ বাইকার ভাইটি বিপদগ্রস্থ! 

মনে রাখবেন চলতি পথে বিপদগ্রস্থ আজকে আমি, কাল হয়তো আপনি।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!