• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ইরান ছাড়তে চাওয়া বাংলাদেশিদের জন্য বার্তা দিল দূতাবাস


নিজস্ব প্রতিবেদক:  জুন ১৮, ২০২৫, ০৯:২৭ এএম
ইরান ছাড়তে চাওয়া বাংলাদেশিদের জন্য বার্তা দিল দূতাবাস

ইরানে বৈধভাবে যারা অবস্থান করছেন এবং যারা ইরান ছাড়তে চান তাদের পাসপোর্টের কপি চেয়েছেন তেহরানে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলাম। মঙ্গলবার (১৭ জুন) ফেসবুকে এক পোস্ট এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে ওয়ালিদ ইসলাম লেখেন, ‘ইরানে বৈধভাবে যারা অবস্থান করছেন এবং ইরান ছাড়তে আগ্রহী যারা, তারা আজ রাতের ভেতরই আপনাদের পাসপোর্টের কপি [email protected] ই-মেইলে পাঠান দয়া করে। কেউ ভেঙে পড়বেন না।

ইনশাআল্লাহ, আপনাদের সেইফলি ইরান ছাড়ার ব্যবস্থা করা হবে।’

তিনি আরো লেখেন, ‘অবৈধ যারা আছেন তাদের যার যার কাছে পাসপোর্ট/NID/সুরক্ষা সেবা বিভাগ অথবা নিজ উপজেলার UNO'র চিঠি আছে তারা দয়া করে [email protected]এ এগুলো প্রেরণ করুন। কথা দিচ্ছি, সেইফলি আমরা ইরান ছাড়ব, ইনশাআল্লাহ।’

পিএস

Wordbridge School
Link copied!