• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বিএনপি নেতাকর্মীদের প্রতি সারজিসের পরামর্শ


নিজস্ব প্রতিবেদক:  জুন ১৮, ২০২৫, ০৩:২৮ পিএম
বিএনপি নেতাকর্মীদের প্রতি সারজিসের পরামর্শ

ঢাকা : এনসিপি নেতা সারজিস আলম বিএনপির যেসব নেতাকর্মীরা চাঁদাবাজিতে জড়িত তাদেরকে নিজ দলের নির্দেশনাগুলো মাথায় ঢুকিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন । 

বুধবার (১৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন সারজসি আলম।

সারজিস আলম ফেসবুক পোস্টে লিখেছেন, বিএনপির যে সকল নেতাকর্মী জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে এখন চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত, আপনারা এই কেন্দ্রীয় নির্দেশনাগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নিন।

আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজি, লুটপাট করে অনেক বছর পার পেয়ে গিয়েছিল; আপনাদের সেই সুযোগ নেই। ছবিসহ অপকর্মের লিস্ট জনগণই জনসম্মুখে প্রকাশ করবে। শুধু সময়ের অপেক্ষা।
 
সারজিস আলম তার পোস্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ফটোকার্ডও শেয়ার করেছেন।

পিএস

Wordbridge School
Link copied!