• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২৪, ২০২১, ১০:০১ এএম
ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ফাইল ছবি

ঢাকা : ফিলিপাইনের রাজধানীর দক্ষিণ অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভলকানোলজি এন্ড সিসমোলজি ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে। শনিবার (২৪ জুলাই) স্থানীয় সময় ভোর ৪টা ৪৮ মিনিটে এই শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ, ইউএসজিএস জানিয়েছে উৎপত্তিস্থল থেকে ভূমিকম্পের আঘাতের বিস্তৃতি ছিল ১১২ কিলোমিটার পর্যন্ত। এই ভূমিকম্প আঘাত হানার আগেই লুইজন দ্বীপটিতে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের স্থায়ীত্বকাল ছিল ১ মিনিট। এ সময় স্থানীয় বাসিন্দারা জেগে উঠে নিরাপদ আশ্রয়ে চলে যান। ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরণের ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটি মাটির গভীরে হওয়ায় সুনামির সতর্কতা জারি করা হয়নি। সূত্র: রয়টার্স, এনডিটিভি

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!