• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যুক্তরাষ্ট্রের উদ্দেশে দিল্লি ছাড়লেন মোদী


আন্তর্জাতিক ডেস্ক জুন ২০, ২০২৩, ০২:০৩ পিএম
যুক্তরাষ্ট্রের উদ্দেশে দিল্লি ছাড়লেন মোদী

ঢাকা : যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (২০ জুন) সকালে দিল্লি থেকে মোদিকে বহনকারী বিমানটি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ছেড়ে যায়। ভারতীয় সময় অনুযায়ী, রাত দেড়টার দিকে তিনি ওয়াশিংটনের অ্যান্ড্রুস এয়ারফোর্স ঘাঁটিতে নামবেন। এই সফরে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন মোদি।

এই সফরকালে স্বাক্ষরিত হতে পারে একাধিক ঐতিহাসিক চুক্তি।

একদল ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান তাকে স্বাগত জানাবেন। মোদির এই সফরকে ঐতিহাসিক বলা হচ্ছে, কারণ এ নিয়ে দ্বিতীয়বার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য দেবেন তিনি। এর আগে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী দুইবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য দেননি।

উইনস্টন চার্চিল ও নেলসন ম্যান্ডেলা ছাড়া আর কেউ এই সম্মান পাননি।

সূচি অনুযায়ী আগামী ২২ জুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হওয়ার কথা নরেন্দ্র মোদির। উল্লেখ্য, গত কয়েক বছরে দুই রাষ্ট্রনেতা একাধিকবার মুখোমুখি হয়েছেন। তবে এই প্রথম পূর্ণাঙ্গ আলোচনার জন্য দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন তারা।

এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি, প্রযুক্তিগত উন্নয়ন এবং বাণিজ্য ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!