• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

‘সময় শেষ’ ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১৮, ২০২৩, ০১:১৪ পিএম
‘সময় শেষ’ ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

ঢাকা : মঙ্গলবার রাতে ফিলিস্তিনের গাজার আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। আর অনেকেই হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। ওই হাসপাতালটিতে ইসরায়েলের হামলায় আহতসহ শত শত রোগী ভর্তি ছিলেন। এ ছাড়া জোরপূর্বক বাস্তুচ্যুত ফিলিস্তিনিরাও এখানে আশ্রয় নিয়েছিলেন।

হাসপাতালে আহত মানুষদের গণহত্যায় ক্ষোভে ফেটে পড়েছেন ফিলিস্তিন ও হামাসের মিত্র দেশ ইরান। এ গণহত্যার প্রতিবাদে বিশ্ববাসীকে ইসরায়েলের বিরুদ্ধে এক হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান।

বুধবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। খবর আল জাজিরা ও বিবিসি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “হাসপাতালে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ভয়াবহ বোমাবর্ষণে হাজারেরও বেশি নিরপরাধ নারী ও শিশু গণহত্যার শিকার। এরা জঙ্গিগোষ্ঠী আইএসআইসের চেয়েও বেশি ঘৃণ্য। সময় এসে গেছে এমন ভুয়া শাসকদের বিরুদ্ধে বিশ্ববাসীর এক হওয়ার।'

এ সময় পোস্টে ইসরায়েলের উদ্দেশ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেখেন, “সময় শেষ।”

এর আগে সোমবার, গাজায় হামলা বন্ধ না হলে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা 'আগাম পদক্ষেপ' নিতে পারে প্রতিরোধ ফ্রন্ট এমন সতর্কবার্তা দিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান।

এমটিআই

Wordbridge School
Link copied!