• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মারা গেছেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ৩, ২০২৪, ০১:৫৪ পিএম
মারা গেছেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি

ঢাকা : মারা গেছেন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি ভেনিজুয়েলার হুয়ান ভিনসেন্ট পেরেজ মোরা।

মঙ্গলবার (২ এপ্রিল) ১১৪ বছর বয়সে মারা গেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এ এক পোস্টের মাধ্যমে এ ঘটনা নিশ্চিত করেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

২০২২ সালে পেরেজকে বিশ্বের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি বলে স্বীকৃতি দেয় গিনেজ। সে সময়ে তার বয়স ছিল ১১২ বছর।

পেরেজের ১১ সন্তান এবং ৪১ জন নাতি-নাতনি রয়েছে। এই ৪১ জনের আবার ১৮ সন্তান আছে, আর এই ১৮ জনেরও আছে ১২ সন্তান।

পেরেজের যার ডাকনাম ছিলো টিও ভিনসেন্ট, এল কোবরে শহরে ১৯০৯ সালের ২৭ মে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় আখ ও কফি কৃষক ছিলেন। জীবনের এক পর্যায়ে তিনি ওই শহরের শেরিফের দায়িত্ব নেন এবং স্থানীয় জমি ও পারিবারিক বিবাদ মেটানোর কাজ করেন। খবর: এএফপি

এমটিআই

 

Wordbridge School
Link copied!