• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কারাবন্দি থেকে গৃহবন্দি সু চি


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ১৭, ২০২৪, ১০:২৯ এএম
কারাবন্দি থেকে গৃহবন্দি সু চি

ঢাকা : মিয়ানমারের সামরিক সরকার ক্ষমতাচ্যুত সাবেক নেতা ও নোবেল বিজয়ী নেত্রী অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি করা হয়েছে। চলমান গরম আবহাওয়ার কারণে প্রচণ্ড গরমে হিটস্ট্রোক থেকে রক্ষা করার জন্য বাড়তি সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে মিয়ানমারের জান্তা।

জান্তা সরকারের মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন বলেন, যেহেতু আবহাওয়া এখন অত্যন্ত গরম। তাই এটি শুধুমাত্র অং সান সুচির জন্য নয়, যাদের জন্য প্রয়োজনীয় সতর্কতা প্রয়োজন, বিশেষ করে বয়স্ক বন্দিদের। আমরা তাদের হিট স্ট্রোক থেকে রক্ষা করার জন্য কাজ করছি।

সু চি (বয়স ৭৮) ২০২১ সালের ১ ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়ার পর থেকে আটক আছেন। সে সময় সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে।

সেই ১৯৮৯ সাল থেকে অং সান সু চি প্রায় দুই দশক ধরে কোনো না কোনো কারণে গ্রেপ্তার থেকেছেন। রাষ্ট্রদ্রোহ এবং ঘুষ থেকে শুরু করে টেলিযোগাযোগ আইন লঙ্ঘন পর্যন্ত অপরাধের জন্য তিনি ২৭ বছরের কারাদণ্ডের মুখোমুখি হয়েছেন। যদিও অভিযোগগুলি তিনি অস্বীকার করেন।

১৯৯১ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার জেতেন। ২০১০ সালে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান তিনি। সূত্র: গার্ডিয়ান

এমটিআই

Wordbridge School
Link copied!