• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ইইউর নিষেধাজ্ঞার কবলে ৪ ইসরায়েলি ও দুই প্রতিষ্ঠান


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২০, ২০২৪, ১১:৪৩ এএম
ইইউর নিষেধাজ্ঞার কবলে ৪ ইসরায়েলি ও দুই প্রতিষ্ঠান

ঢাকা : পশ্চিম তীরে ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় অভিযুক্ত চারজন ‘চরমপন্থী’ ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং দুটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

শুক্রবার (১৯ এপ্রিল) এ সিদ্ধান্তের কথা জানায় ব্রাসেলস। খবর বার্তা সংস্থা এএফপির।

প্রতিবেদনে বলা হয়, ইইউ ফিলিস্তিনিদের ওপর আক্রমণের জন্য দুটি ডানপন্থি ইহুদিবাদী প্রতিষ্ঠান লেহাভা এবং হিলটপ ইয়ুথকে নিষেধাজ্ঞার তালিকায় রেখেছে। এসব প্রতিষ্ঠানের সম্পদ জব্দ এবং ভিসা নিষিদ্ধ করা হবে। এদের মধ্যে হিলটপ ইয়ুথ প্রধান ছাড়া আরও তিনজন বসতি স্থাপনকারী অন্তর্ভুক্ত আছে।

ইইউ এক বিবৃতিতে বলেছে, তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ফিলিস্তিনিদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী। তারা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্পত্তি এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনের অধিকার লঙ্ঘন করেছে।

এমটিআই

Wordbridge School
Link copied!