ঢাকা: টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোদিকে শপথ বাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
নরেন্দ্র মোদির পর শপথ নেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ৭২ জন মন্ত্রী শপথবাক্য পাঠ করেছেন। এদের মধ্য ৩০ জন কেন্দ্রীয় মন্ত্রী, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা পরে ঘোষণা করা হবে।
আসুন জেনে নেই, ভারতের প্রধানমন্ত্রীর বেতন-ভাতা কত, আর কি কি সুবিধা পেয়ে থাকেন তিনি।
জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী মাসে ১ লাখ ৬৬ হাজার রুপি বেতন পান। এর পাশাপাশি তিনি স্টাফ স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) একজন সদস্য পান, যিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকেন।
বিভিন্ন স্থানে সফরের জন্য একটি বিশেষ প্লেন (এয়ার ইন্ডিয়া ওয়ান) পান ভারতের প্রধানমন্ত্রী। এছাড়া, রেসকোর্স রোডের সরকারি বাসভবনে বসবাসের সুবিধা পান তিনি।
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা
আইএ







































