• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার ঘোষণা আজ


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ৯, ২০২৪, ০২:০৮ পিএম
রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার ঘোষণা আজ

ঢাকা : চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণার মাধ্যমে গত সোমবার থেকে শুরু হয়েছে চলতি বছরের নোবেল পুরস্কার মৌসুম। এরই ধারাবাহিকতায় বুধবার (৯ অক্টোবর) ঘোষণা করা হবে রসায়নশাস্ত্রে নোবেলজয়ীর নাম।

সুইডেনের রাজধানী স্টকহোম থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় সাড়ে তিনটায়) নোবেল কমিটি এ নাম ঘোষণা করবেন।

প্রথা অনুযায়ী অক্টোবর মাসের প্রথম সোমবার হিসেবে ৭ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ওইদিন দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকানকে যৌথভাবে চিকিৎসাশাস্ত্র বা ওষুধশাস্ত্রে ২০২৪ সালের নোবেলজয়ী ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স জন জে. হোপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টনকে যৌথভাবে ২০২৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত জানায়।

এর আগে গত বছর রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন ফ্রান্সের বিজ্ঞানী মুঙ্গি বাওয়েন্ডি, যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী লুই ব্রুস ও সাবেক সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানী আলেক্সি ইয়াকিমভ। কোয়ান্টাম ডট আবিষ্কার ও সংশ্লেষণ'র জন্য এই তিন বিজ্ঞানীকে নোবেল পুরষ্কার দেয়া হয়।

পুরস্কার ঘোষণার সব তথ্য নোবেলপ্রাইজ নামক ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখা যাবে। এছাড়া এ বছরের নোবেল পুরস্কারের সমস্ত ঘোষণা nobelprize.org ও নোবেল পুরস্কার কমিটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

এমটিআই

Wordbridge School
Link copied!