• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ট্রাম্পকে জয়ের অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৬, ২০২৪, ০৩:১১ পিএম
ট্রাম্পকে জয়ের অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এটি হতে যাচ্ছে আমেরিকার স্বর্ণযুগ। যদিও জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন রিপাবলিকান এই প্রার্থী। তবে আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা দেওয়া হয়নি। এরমধ্যেই ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সামাজিক মাধ্যম এক্সে নরেন্দ্র মোদি লিখেন, ‘আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। আপনার ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য। আপনার পূর্ববর্তী মেয়াদের সাফল্যের উপর ভিত্তি করে আমি ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য উন্মুখ। আসুন একসাথে, আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করি’।

মোদির সঙ্গে ট্রাম্পের সখ্যতা নতুন নয়। ২০১৯-এর সেপ্টেম্বরে টেক্সাসের হিউস্টনে ‘হাউডি মোদি’ সভায় প্রায় ৫০ হাজার ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়ের সামনে কূটনীতিক শিষ্টাচার এড়িয়ে  ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্লোগান দিয়েছিলেন মোদি। 

এরপর ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ভারত সফরে এসে গুজরাটের আহমেদাবাদে আমন্ত্রিত হয়ে নরেন্দ্র মোদি স্টেডিয়াম উদ্বোধনে গিয়েছিলেন ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া।

২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটে হেরে হোয়াইট হাউস থেকে বিদায় নিলেও বিভিন্ন সময় মোদির প্রশংসা করেছেন ট্রাম্প।  

সংবাদমাধ্যম অ্যাসোসিয়েট প্রেস কর্তৃক সবশেষ প্রকাশিত ফল অনুযায়ী, প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল ভোট অর্জনের দৌড়ে এখন পর্যন্ত ২৬৭টি পেয়েছেন ট্রাম্প। আর কমলা পেয়েছেন ২২৪ ভোট।  বলা যায়, হােয়াইট হাউসের সিংহাসনে বসতে বিজয়ের দ্বারপ্রান্তে ট্রাম্প।

আইএ

Wordbridge School
Link copied!