• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বেয়াইকে প্রশাসনে নিয়োগ দিলেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ২, ২০২৪, ১১:৫৭ এএম
বেয়াইকে প্রশাসনে নিয়োগ দিলেন ট্রাম্প

ঢাকা : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (১ ডিসেম্বর) তার প্রশাসনে লেবানিজ–আমেরিকান ব্যবসায়ী মাসাদ বোলোসকে আরব ও মধ্যপ্রাচ্যবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে মনোনয়ন দিয়েছেন।

এর মধ্য দিয়ে পরিবারের আরেক সদস্যকে পরবর্তী প্রশাসনে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করলেন ট্রাম্প। কেননা, এই ব্যবসায়ী সম্পর্কে ট্রাম্পের বেয়াই। মাসাদ বোলোসের ছেলে মাইকেল ট্রাম্পের মেয়ে টিফানির স্বামী।

এক দিন আগেই ট্রাম্প তার আরেক বেয়াই চার্লস কুশনারকে ফ্রান্সে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন। চার্লস কুশনার ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার শ্বশুর, জেরার্ড কুশনারের বাবা।

নিজের সোশ্যাল ট্রুথে মাসাদ বোলাসের মনোনয়ন ঘোষণা করে ট্রাম্প লিখেন, ‘আমি এটা ঘোষণা করতে পেরে গর্বিত যে মাসাদ বোলোস প্রেসিডেন্টের আরব ও মধ্যপ্রাচ্যবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।’

ট্রাম্পের নির্বাচনী প্রচারশিবিরে সক্রিয় ছিলেন মাসাদ বোলোস। বিশেষ করে আরব–আমেরিকান মুসলিম ভোটারদের মন জয়ে তিনি ভূমিকা রেখেছিলেন।

উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। গত ৫ নভেম্বরের নির্বাচনে তিনি বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এমটিআই

Wordbridge School
Link copied!