• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

শুধু নারীদের জন্য আফগানিস্তানে খোলা হলো ফটো স্টুডিও


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ২৬, ২০২৪, ০২:৫৩ পিএম
শুধু নারীদের জন্য আফগানিস্তানে খোলা হলো ফটো স্টুডিও

ঢাকা: শুধুমাত্র নারীদের ছবি তোলা ও প্রিন্টের জন্য আফগানিস্তানের বাদাখশান প্রদেশে স্টুডিও চালু করেছেন এক দম্পতি। নারীরা যেন স্বাচ্ছন্দে ছবি তুলতে পারেন এই চিন্তা থেকে স্টুডিওটির যাত্রা শুরু করেছেন তারা।

স্টুডিওটির ম্যানেজার বিসমিল্লাহ মোহাম্মাদি সংবাদমাধ্যম তোলো নিউজকে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বলেন, “এরআগে এই প্রদেশে শুধুমাত্র নারীদের জন্য কোনো স্টুডিও ছিল না। আমি এবং আমার স্ত্রী এরকম স্টুডিও খোলার সিদ্ধান্ত নেই। যেন নারীর স্বস্তি নিয়ে ছবি তুলতে পারেন।”

বেশ কয়েকজন জানিয়েছেন, তারা এখানে অনেকটা সুন্দর এবং আরাম করে ছবি তুলতে পারছেন। এছাড়া অন্যান্য কাগজপত্রও নিজেরা প্রিন্ট করে নিয়ে যেতে পারছেন। আয়েশা নামের একজন বলেন, “আমরা এই স্টুডিও নিয়ে খুবই খুশি। এখানে খুব সহজে আমরা আমাদের ছবি প্রিন্ট করতে পারছি।” মুনেরা নামের অপর একজন বলেন, “আগে, বাড়িতে আমি আমার মোবাইল দিয়ে ছবি তুলতাম, দোকান থেকে প্রিন্ট করে আনার জন্য সেটি আমার ভাইকে দিতাম। কিন্তু এই স্টুড্ওটি চালুর পর নিজে সেখানে গিয়ে শান্তি নিয়ে ছবি প্রিন্ট করতে পারছি।”

নারীদের জন্য তৈরি এই স্টুডিওটি চালাচ্ছেনও নারীরা। বর্তমানে এখানে মোট চারজন কাজ করছেন।

ইউআর

Wordbridge School
Link copied!