• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘মুখোশ টেনে ছিঁড়ে ফেলব’ ইলন মাস্ককে হুমকি


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ৩, ২০২৫, ০৬:৫৪ পিএম
‘মুখোশ টেনে ছিঁড়ে ফেলব’ ইলন মাস্ককে হুমকি

ঢাকা : আমেরিকানদের চাকরি বিদেশিদের হাতে তুলে দেওয়ার পক্ষে কাজ করলে তার ‘মুখোশ টেনে ছিঁড়ে ফেলার’ হুমকি দিয়েছেন স্টিভ ব্যানন। ডোনাল্ড ট্রাম্পের সাবেক হোয়াইট হাউস কৌশলবিদ জানিয়েছেন, এমএজিএ (মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন) সমর্থকেরা তাকে ছাড় দেবে না। 

এর আগে যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের জন্য ‘এইচ-১ বি’ ভিসার সমর্থন দিয়েছিলেন ইলন মাস্ক।

ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, সম্প্রতি মাস্ককে উদ্দেশ্য করে স্টিভ ব্যানন তার ‘ওয়ার রুম’ পডকাস্টে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আপনি নতুন এসেছেন। সবার আগে পেছনের সারিতে বসে শিখুন। প্রথম সপ্তাহেই উঠে বক্তৃতা দেবেন না। যদি দেন, আমরা আপনার মুখোশ টেনে ছিঁড়ে ফেলব।’

ব্যাননের দাবি, আমেরিকানদের জন্য চাকরি রক্ষায় ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির মূল ধারণাটি মাস্কের মতো নতুন সমর্থকদের বুঝতে হবে। তিনি বলেন, ‘আমরা নতুনদের স্বাগত জানাই। কিন্তু তাদের আগে বুঝতে হবে, কীভাবে আমাদের বিশ্বাস অন্তর্ভুক্ত করা যায়।’

ব্যানন দক্ষ বিদেশি কর্মীদের ভিসার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রে সব ধরনের অভিবাসনে সম্পূর্ণ নিষেধাজ্ঞার দাবি করেছেন। তিনি বলেছেন, ‘এই ভিসা ইস্যুটিই মধ্যবিত্ত আমেরিকানদের চাকরি কেড়ে নেওয়ার কেন্দ্রবিন্দু।’

ট্রাম্প প্রশাসনের বাজেট সাশ্রয় নিয়ে কাজ করা ইলন মাস্ক এবং রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামী দক্ষ বিদেশি কর্মীদের ভিসার পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন। রামাস্বামী দাবি করেছেন, মার্কিন কর্মীদের যোগ্যতা বিদেশিদের সঙ্গে প্রতিযোগিতার উপযুক্ত নয়। তবে মাস্কের এমন অবস্থান ট্রাম্পের অনেক ‘মাগা’ সমর্থককে বিস্মিত করেছে। কারণ তারা ভিসা ইস্যুতে অভিবাসনবিরোধী নীতির প্রত্যাশা করে।

এমটিআই

Wordbridge School
Link copied!