• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩০

মেয়ে ও তার ছেলেবন্ধুকে গুলি করে হত্যা করলেন পাকিস্তানি বাবা


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২২, ২০২৫, ০৮:৩১ পিএম
মেয়ে ও তার ছেলেবন্ধুকে গুলি করে হত্যা করলেন পাকিস্তানি বাবা

ঢাকা: পাকিস্তানের করাচিতে এক ব্যক্তি তার মেয়ে ও মেয়ের ছেলেবন্ধুকে একসঙ্গে দেখেতে পেয়ে তাদের উভয়কে গুলি করে হত্যা করেছেন। ‘মান সম্মানে আঘাত’ লাগার কারণে তিনি এমনটি করেছেন বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন।  

পাকিস্তান পুলিশ জানিয়েছে, মিলারের রাফা-ই-আজম সোসাইটির বাসিন্দা আজহার তার বাড়ির ছাদে তার মেয়ে ও মেয়ের ছেলেবন্ধুকে একসঙ্গে দেখতে পান। এরপর তিনি রেগে গিয়ে খুব কাছ থেকে তাদের উভয়কেই গুলি করেন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- ফাতিমা (১৮) ও আলী (২০)। 

মেয়ে ও মেয়ের ছেলে বন্ধুকে হত্যার পর সেই ব্যক্তি স্থানীয় থানায় আত্মসমর্পণ করেন। হত্যার কথা স্বীকার করে জানান, ‘মানসম্মানে আঘাত’ লাগার কারণেই তিনি এমনটি করেছেন। 

পুলিশের কাছে প্রাথমিক জবানবন্দিতে আজহার জানিয়েছেন, বহুবার সেই যুবককে তার বাড়িতে আসতে বারণ করেছিলেন তিনি। কিন্তু যুবকটি তাতে কান দেয়নি। অবশেষে তিনি এ পদক্ষেপ নেন। 

আইএ

Wordbridge School
Link copied!