ঢাকা : কয়েকদিন আগেই শেষ হয়েছে হজ। এরই মধ্যে হাজিদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি আরব ত্যাগ করার আহবান জানিয়েছে দেশটির সরকার। দেশেটি ত্যাগ করার আগে ভিসার মেয়াদ শেষ হলে আইনি জটিলতায় পড়তে হতে পারে বলে হাজিদের সতর্ক করা হয়েছে। বার্তা সংস্থা গলফ নিউজ এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সমস্ত হজযাত্রীকে হজ ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় নিয়ম মেনে চলার গুরুত্ব এবং অতিরিক্ত সময় অবস্থান করলে আইনি জটিলতা দেখা দিতে পারে, সে সম্পর্কে সতর্ক করেছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, সময়মতো হজ শেষ করে চলে যাওয়া শুধু আইনি বাধ্যবাধকতাই নয়, বরং দেশের বিধিনিষেধ ও বার্ষিক হজ মৌসুমের প্রতি সম্মানের প্রকাশ। “নির্ধারিত সময়ে হজ শেষ করে দেশে ফিরে যাওয়া হজ কার্যক্রমের পবিত্রতা রক্ষা করে এবং আল্লাহর অতিথিদের জন্য সার্বিক সেবা কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করে,”।
মন্ত্রণালয় আরও বলেছে, হজযাত্রীদের অবশ্যই সমস্ত আইন মেনে চলতে হবে, ভিসা শুধুমাত্র হজের উদ্দেশ্যেই ব্যবহার করতে হবে এবং অনুমোদনহীন এজেন্ট বা নির্ধারিত সময়ের বাইরের কোনো কার্যক্রমে জড়িত হওয়া থেকে বিরত থাকতে হবে। এসব নির্দেশনা অমান্য করলে আইনি শাস্তি বা ভবিষ্যতে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে।
সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ব্যাপকভাবে হজ-পরবর্তী প্রত্যাবর্তন কার্যক্রম শুরু করেছে। এ লক্ষ্যে পাসপোর্ট অধিদপ্তর আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরে অতিরিক্ত জনবল ও উন্নত প্রযুক্তির সহায়তায় তৎপর রয়েছে। “হজযাত্রীদের দ্রুত ও সুশৃঙ্খল প্রস্থানের জন্য আমরা জনবল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি,” ।
মদিনা অঞ্চলে, স্থানীয় কর্তৃপক্ষ হজ শেষে প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ফিরতে থাকা যাত্রীদের বিদায় জানাচ্ছে। অনেক হজযাত্রী হজ শেষ করে মদিনায় অবস্থান করে নবীজির (সা.) মসজিদ পরিদর্শন করছেন।
এই প্রক্রিয়া আরও সহজ করতে হজ ও যিয়ারত কমিটির তত্ত্বাবধানে একটি বিশেষ কর্মসূচির মাধ্যমে আবাসন থেকে বিমানবন্দরে যাত্রী পরিবহনের কাজ সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে।
পিএস







































