• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ভারতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা


আন্তর্জাতিক ডেস্ক জুন ১২, ২০২৫, ০৩:০৯ পিএম
ভারতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

ঢাকা : ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিল বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে রাজ্যের মেঘানি এলাকায় আদানি বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, বিমানবন্দর এলাকা থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠছে।

তবে এখন পর্যন্ত দুর্ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবরণ পাওয়া যায়নি। ঘটনার পর উদ্ধার ও নিরাপত্তা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।

এনডিটিভি জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাওয়া ছবিগুলোতে মাটি থেকে ধূসর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, কমপক্ষে এক ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা বিমানবন্দর এলাকা থেকে কিছু লোককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন।

পিএস

Wordbridge School
Link copied!